বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনাবাহিনীতে বড় পদ পেলেন অলিম্পিক পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। জানা যাচ্ছে, বুধবার ভারতীয় স্বর্ণপদকজয়ীকে সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছে (Neeraj Chopra Becomes Lieutenant Colonel)। নয়াদিল্লির বুকে এক অনুষ্ঠান থেকে খাতায় কলমে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ পদ পেয়েছেন নীরজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
নীরজের প্রশংসায় পঞ্চমুখ প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান
নয়া দিল্লির অনুষ্ঠান থেকে অলিম্পিকজয়ী ভারতীয় নীরজ চোপড়াকে প্রশংসায় ভাসিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজনাথকে বলতে শোনা যায়, ‘নীরজ কিন্তু শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি আমাদের দেশের যুবশক্তির বড় প্রতীক। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ের মধ্যে দিয়ে দেশের জন্য গর্ব বয়ে এনেছেন তিনি। যা আমাদের সেনাবাহিনীর মূল্যবোধের সঙ্গে সমঞ্জস্যপূর্ণ।’
এদিন নীরজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীতে নীরজের জায়গা হওয়াটা বাঞ্ছনীয় ছিল। প্রবল শ্রদ্ধা থেকে তাঁর প্রতি এই সম্মান। যা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ক্রীড়া জগতের একতার অন্যতম প্রতীক হয়ে রইল।’
বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের সুরেই তাল মিলিয়ে ভারতের হয়ে অলিম্পিকে সোনা জয়ী নীরজকে নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘নীরজের মতো একজন ব্যক্তিত্বকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। তাঁর শৃঙ্খলা এবং লক্ষ্য অর্জনের দৃঢ়তা আমাদের সেনাদের মতোই।’
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীরজও
ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ পদ পাওয়ার পর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অলিম্পিকে পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নীরজ বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক হতে পেরে আমি গর্বিত। আমি সব সময় দেশের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার এই বিশেষ সম্মান আমাকে আরও নিজের এবং দেশের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল করে তুলল।’
অবশ্যই পড়ুন: ‘ওনার দীর্ঘায়ু কামনা করি।’ রাষ্ট্রপতির হেলিকপ্টার কাণ্ডে পোস্ট মমতার
উল্লেখ্য, 2021 সালে টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোতে সোনা জিতে ভারতের হয়ে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। এরপর থেকেই গোটা দেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে হরিয়ানার পানিপথের এই ছেলেটির নাম। বলা বাহুল্য, 2016 সালের 26 আগস্ট প্রথমবারের মতো ভারতীয় সেনায় যোগ দেন নীরজ। এরপর 2021 সালে তাঁকে সুবেদার করা হয়। তবে অলিম্পিকে সোনা জেতার পর 2022 এ নীরজ সুবেদার মেজর পদ পান। এবার পেলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল পদ।