পার্থ সারথি মান্না, কলকাতাঃ ইপিএফও নিয়ে নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। জানা যাচ্ছে EPFO এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার (UAN) চালু করার জন্য আধার কার্ডের OTP বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ইপিএফও সংক্রান্ত যেকোনো কাজের জন্যই আধারের সাথে এই লিঙ্ক করতে হবে।
নতুন নির্দেশ জারি করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক
কিছুদিন আগেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে ২০২৫ বাজেটে একাধিক প্রতিশ্রুতি পূরণ করার কথা জানায় হয়েছে। যার ফলে এমপ্লয়ী লিঙ্কড স্কিম বা ELI এর দৌলতে লক্ষ লক্ষ কমীরা উপকৃত। হবেন। তবে সেই সমস্ত সুবিধা পেতে গেলে সমস্ত কর্মীদের UAN সক্রিয় করতে হবে। আর সেটা সক্রিয় করার জন্যই চালু হয়েছে নতুন নিয়ম।
আধার কার্ড দিয়ে চালু করতে হবে UAN
যেমনটা জানা যাচ্ছে, এবার থেকে আধার কার্ডের OTP দিয়ে Universal Account Number চালু করতে হবে। তবেই নিজেদের PF অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে কর্মচারীরা। EPF এর দরুণ কত টাকা জমা হচ্ছে সেটাও দেখে নেওয়া যাবে। এমনকি যদি টাকা তোলার জন্য আবেদন করতে হয় সেটাও অনলাইনেই করে ফেলা যাবে।
UAN অ্যাক্টিভ হওয়ার সুবিধা
একবার কর্মীরা ওটিপি দিয়ে UAN অ্যাকটিভেট করে নিলে অনলাইনেই সমস্ত তথ্য নিজেরা চেক করে নিতে পারবেন। ছোট খাটো EPFO সংক্রান্ত কাজের জন্য স্থানীয় অফিসে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে UAN চালু করার ক্ষেত্রে OTP বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে বায়োমেট্রিকও করা হবে বলে জানা যাচ্ছে।
কিভাবে আধার কার্ড দিয়ে UAN চালু করবেন?
➥ আপনি যদি এখনও UAN অ্যাকটিভেট না করে থাকেন তাহলে প্রথমেই EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।
➥ এরপর Important Links থেকে Activate UAN অপশনে ক্লিক করতে হবে।
➥ এবার যে পেজ খুলল সেখানে আপনার UAN নাম্বার, আধার কার্ড, নাম, জন্মতারিখ ও আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার এন্টার করতে হবে।
➥ সব ঠিক মত এন্ট্রিকরে নেওয়া হয়ে গেলে ‘Get Authorization Pin’ অপশনে কিল্ক করুন। তারপর OTP এলে সেটা এন্টার করে সাবমিট করলেই আপনার UAN অ্যাকটিভেট হয়ে যাবে।