শুধুই নয় কার্ড বাতিল, হতে পারে মোটা জরিমানা থেকে জেল! রেশন ব্যবস্থা নিয়ে আরও কড়া সরকার

Published on:

ration card

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সমস্ত দেশবাসীকে যোগ্য এবং সঠিক সুবিধা প্রদান করতে একের পর এক নানা জনহিতকর প্রকল্প চালু করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। আবাস যোজনা থেকে শুরু করে উজ্জলা যোজনা, সবেতেই বিপুল সুবিধা প্রদান করে আসছে সরকার। আর এই জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা। এ দেশে এমন বহু মানুষ বসবাস করেন যারা দু বেলা ঠিকমত খাবারের ব্যবস্থা করতে পারেন না। তাইতো সকলেই যাতে ঠিক ভাবে সঠিক পুষ্টি আহার করতে পায় তাই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন দেয় সরকার। কিন্তু এবার সেই রেশন কার্ড নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার।

পুনরায় যাচাইকরণ চলছে রেশন কার্ডের

WhatsApp Community Join Now

করোনা চলাকালীন সময় থেকে অর্থাৎ ২০২০ থেকে প্রায় ৮০ কোটি মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কিন্তু এই সুবিধা সকলের জন্য নয়। অর্থাৎ দেশের সকল নাগরিকের জন্য এই রেশন সুবিধা প্রদান করা হয় না। যে সকল পরিবার দারিদ্র্যসীমার অন্তর্গত একমাত্র তাঁরাই এই সুবিধা গ্রহণ করতে পারবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এমন অনেক গ্রাহক বা উপভোক্তা রয়েছেন যাঁরা এই প্রকল্পের উপযুক্ত না হয়েও সমান পরিষেবা নিয়ে আসছে। এতে সরকারের সম্পদের অপব্যবহার হচ্ছে। তাই এবার রেশন কার্ডগুলি পুনরায় যাচাই করার লক্ষ্যে নেমেছে সরকার।

মোটা টাকার জরিমানা ধার্য হবে

দেখা যাচ্ছে এই সমীক্ষায় অনেক গ্রাহক প্রতারণামূলক কৌশল ও জাল কাগজপত্রের মাধ্যমে কোনো সরকারি কর্মসূচিকে কাজে লাগিয়ে রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছে। যা আইন বিরোধী। তাই দরকার সিদ্ধান্ত নিয়েছে যে এমন অসৎ গ্রাহকদের বিরুদ্ধে এবার জরিমানা কার্যকর হবে। তার জন্য ইতিমধ্যেই সরকার ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে, যাতে সকল সুবিধাভোগীদের পরিচয় যাচাই করা যায়।

জানা গিয়েছে যদি কোনও ব্যক্তি বেআইনিভাবে রেশন কার্ডের সুবিধাগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করে থাকে তবে সরকার সেই ব্যক্তির উপর মোটা অঙ্কের জরিমানা ধার্য করতে পারে। তাই রেশন পরিষেবা গ্রহণের জন্য আবেদন করার আগে অবশ্যই সরকারের নির্ধারিত নিয়মগুলি মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখিত নিয়মগুলি কঠোরভাবে না মানলে সেক্ষেত্রে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। নইলে জরিমানা থেকে জেল হবে।

সঙ্গে থাকুন ➥
X