ভিক্ষা দিলেই দায়ের হবে FIR! ১লা জানুয়ারি থেকেই লাগু হচ্ছে নতুন নিয়ম

Published on:

fir will be lodged if you give money to beggers

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের এমন কোনও দেশ নেই যেখানে ভিক্ষুক নেই। তবে এবার ভারতে এমন এক নিয়ম চালু হলো যার জেরে বিপাকে পড়তে পারেন ভিক্ষুক (Beggar) থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। আসলে ভারতের একটি রাজ্যে এমন এক নিয়ম চালু করা হয়েছে যেখানে কেউ যদি ভিক্ষুকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। ফলে আপনারও যদি ভিক্ষুককে  সাহায্য করার প্রবণতা থেকে থাকে তাহলে আজই সাবধান হয়ে যান, নইলে বিপদে পড়তে পারেন আপনিও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভিক্ষুকদের সাহায্য করলেই দায়ের হবে FIR

যতদূর জানা গিয়েছে সামনের বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত ইন্দোরকে ভিক্ষুকমুক্ত করতে চাইছে প্রশাসন। ইন্দোরের জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ভোপালে কেউ ভিক্ষুককে ভিক্ষা দিলে তার বিরুদ্ধে দায়ের হবে মামলা।

ভিক্ষা দেওয়ার আগে সাবধান!

হ্যাঁ ঠিকই দেখছেন। এ বিষয়ে জেলা শাসক আশিস সিং জানিয়েছেন, ‘ভিক্ষা চাওয়া নিষিদ্ধ করে আগেই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এই মাসের শেষ পর্যন্ত সচেতনতা অভিযান চলবে এরপর আগামী এক জানুয়ারি থেকে কেউ ভিক্ষা দিতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে এফআইআর (FIR) অবধি দায়ের হবে।’ জেলাশাসক আরো জানান ইন্দোরে মানুষের কাছে আমার আবেদন ভিক্ষা দেওয়ার মতো পাপ আর কোনদিন করবেন না। ইতিমধ্যে দেশকে ভিক্ষুক মুক্ত করতে এটা কেন্দ্রে শুরু করা নতুন একটি প্রজেক্ট এর অংশ বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে শুধুই ইন্দোরই নই, আগামী দিনে দেশের আরও অন্যান্য শহরে এই নতুন প্রজেক্ট শুরু হবে বলে খবর। এখন নিশ্চয়ই ভাবছেন সেই শহরগুলি কী কী? সরকারি সূত্রে খবর, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ মুম্বাই, নাগপুর, পাটনা এবং আমেদাবাদেও এই প্রজেক্ট কার্যকর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group