বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ অর্থাৎ 1 জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম (New Rules From 1 July)। অনেকেই হয়তো জানেন, রেলের ঘোষণা অনুযায়ী, জুলাই মাসের প্রথম দিন থেকেই ভাড়া বাড়ছে এক্সপ্রেস ট্রেনের। তাছাড়াও, PAN কার্ড, আধার কার্ড, আয়কর রিটার্ন, তৎকাল টিকিট, ক্রেডিট কার্ড সহ একাধিক ক্ষেত্রে জারি হয়েছে নতুন নিয়ম। যা আজ, মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে। কোন কোন ক্ষেত্রে লাগু হল নতুন নিয়ম? জেনে নিন।
PAN কার্ডের জন্য আধার বাধ্যতামূলক
পূর্বের ঘোষণা অনুযায়ী, আজ থেকেই প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। অর্থাৎ, কারও কাছে যদি নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড না থাকে তবে তিনি PAN কার্ড তৈরি করতে পারবেন না। তাছাড়াও, PAN ও আধার কার্ড লিঙ্ক করানোর জন্য চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন নাগরিকরা।
ভাড়া বাড়ছে এক্সপ্রেস ট্রেনের
ভারতীয় রেলের ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ জুলাইয়ের প্রথম দিন থেকেই এক্সপ্রেস/মেল ট্রেনের এসি কোচের ক্ষেত্রে কিলোমিটার প্রতি 2 পয়সা ও নন এসি কোচের ক্ষেত্রে কিলোমিটার প্রতি 1 পয়সা করে ভাড়া বাড়াচ্ছে ভারতীয় রেল।
তৎকাল টিকিটে আধার বাধ্যতামূলক
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, মূলত কালো বাজারি রুখতে 1 জুলাই থেকেই IRCTC-এর মাধ্যমে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ড ভেরিফিকেশন করানো বাধ্যতামূলক। একই সাথে আগামী 15 জুলাই থেকে অনলাইন অথবা অফলাইনে অর্থাৎ কাউন্টার কিংবা এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রে আধার কার্ড ও OTP দুই পদ্ধতির মাধ্যমে ভেরিফিকেশন করানোর প্রক্রিয়া বাধ্যতামূলক হচ্ছে। পাশাপাশি বুকিং উইন্ডো খোলার প্রথম 30 মিনিটে এজেন্টদের বুকিং নেওয়ার সংখ্যাও সীমিত করা হয়েছে।
রেলের ওয়েটিং লিস্ট চার্ট 8 ঘন্টা আগে প্রকাশিত হবে
ভারতীয় রেলের সিদ্ধান্তে, আজ অর্থাৎ 1 জুলাই থেকেই এক্সপ্রেস ট্রেন ছাড়ার অন্তত 8 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রকাশিত হবে বলেই জানা যাচ্ছে। আগে যেখানে এই চার্ট ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে পাওয়া যেত।
ক্রেডিট কার্ড ও ATM-এর নিয়মে পরিবর্তন
একাধিক প্রতিবেদন অনুযায়ী, 1 জুলাই থেকেই ভারতের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক HDFC তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনও থার্ড পার্টি UPI অ্যাপ অর্থাৎ Phonepe, Gpay-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্টের ক্ষেত্রে 1 শতাংশ চার্জ বসাচ্ছে।
অন্যদিকে ভারতের আরেক ব্যাঙ্ক ICICI তাদের ATM মেশিন ব্যবহার করার ক্ষেত্রে ATM কার্ডের ওপর প্রদত্ত প্রথম 5টি ফ্রি ট্রানজাকশন শেষ হয়ে গেলে প্রতি লেনদেন 23 টাকা করে চার্জ করবে। যেই নিয়ম আজ থেকেই কার্যকর হচ্ছে।
আয়কর রিটার্ন ফাইলিংয়ের নিয়ম বদল
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, চলতি মাসে অন্যান্য নিয়মের পাশাপাশি ITR বা ইনকাম টেক্সট রিটার্ন ফাইলিংয়ের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: ভয়ে কাঁপবে প্রতিপক্ষ, বাঘা ফুটবলারকে সই করাতে কাড়াকাড়ি ইস্টবেঙ্গল-পাঞ্জাব এফসির
যানবাহনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন
আজ অর্থাৎ 1 জুলাই থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তনের পাশাপাশি রাজধানী দিল্লিতে 10 বছরের পুরনো ডিজেল যানবাহন ও 15 বছরের পুরনো পেট্রোল গাড়িগুলি আর শহরের কোনও পেট্রোল পাম্পে তেল ভরাতে পারবে না। এর উদ্দেশ্য একটাই, মূলত দিল্লির বায়ু দূষণ কমানো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |