Indiahood-nabobarsho

OTP বুকিং থেকে নতুন জরিমানা, একাধিক নিয়মে বদল আনল IRCTC

Published on:

railway rules (1)

সহেলি মিত্র, কলকাতাঃ আজ থেকে মে মাসের সূচনা হয়ে গিয়েছে। আর নতুন মাস মানেই হল একগুচ্ছ নিয়ম লাগু হওয়া। এই মাসেও সেটার ব্যতিক্রম ঘটেনি। এবারে সকলের নজর রয়েছে রেলের দিকে। আসলে ১ মে থেকে রেলের একাধিক নিয়মে (Railway Rules) বদল ঘটানো হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের ওপর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে আপনারও যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণের প্ল্যান হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রেলের একাধিক নিয়মে বদল

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, ভারতীয় রেল ১ মে থেকে ট্রেনের টিকিট সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন করেছে। এর পরে যাত্রীরা যাত্রার সময় যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় তা থেকে মুক্তি পাবেন। রেলওয়ে যেমন ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, রেলওয়ে সম্প্রতি অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মেও পরিবর্তন এনেছে।

ওয়েটিং টিকিট নিয়ে এসিতে ভ্রমণ করা যাবে না

রেলওয়ে বিভিন্ন সমীক্ষা চালিয়ে দেখেছে যে ওয়েটিং টিকিট থাকা সত্ত্বেও, কিছু যাত্রী ভ্রমণের জন্য এসি এবং স্লিপার কোচে ওঠেন। যার কারণে কনফার্ম টিকিটধারী যাত্রীরা আসন পান না এবং পুরো যাত্রায় দাঁড়িয়ে ভ্রমণ করতে বাধ্য হন এবং অনেক অসুবিধার সম্মুখীন হন। তবে, আইআরসিটিসি-র মাধ্যমে বুক করা রেল টিকিট যদি নিশ্চিত না হয় তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। কিন্তু তবুও মানুষ কাউন্টার টিকিট নিয়ে অথবা টিকিট ছাড়াই ট্রেনে ওঠে। তবে এবার নতুন নিয়ম অনুসারে, যেসব যাত্রীদের টিকিট অপেক্ষমাণ তালিকায় রয়েছে তারা এখন কেবল সাধারণ কোচেই ভ্রমণ করতে পারবেন। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের স্লিপার বা এসি কোচে বসতে দেওয়া হবে না। যদি কোনও যাত্রীকে ওয়েটিং টিকিটে এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে দেখা যায়, তাহলে তাকে বা তাঁদের জরিমানা করা হবে। স্লিপার ক্লাসের জন্য ২৫০ টাকা এবং এসি কোচের জন্য ৪৪০ টাকা গুনতে হবে যাত্রীদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনলাইন বুকিংয়ের জন্য OTP বাধ্যতামূলক

আজ থেকে আরও এক নতুন নিয়ম লাগু হয়েছে। আইআরসিটিসি তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা সমস্ত টিকিটের জন্য ওটিপি-ভিত্তিক মোবাইল যাচাইকরণ চালু করেছে। এই পদক্ষেপের লক্ষ্য জালিয়াতি বুকিং রোধ করা এবং ব্যবহারকারীর পরিচয়ের সত্যতা নিশ্চিত করা। অনলাইনে টিকিট বুক করার সময়, ব্যবহারকারীদের এখন থেকে OTP ব্যবহার করে তাদের মোবাইল নম্বর যাচাই করতে হবে।

আরও পড়ুনঃ আজও রেহাই নেই, বিকেলে ৫০ কিমির ঝড় সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আবহাওয়া খবর 

অগ্রিম টিকিট বুকিং-এর সময় কমানো হল

সম্প্রতি, রেলওয়ে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমাও পরিবর্তন করেছে। রেলওয়ের নতুন নিয়ম অনুসারে, অগ্রিম রিজার্ভেশনের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এর মানে হল, এখন যাত্রীরা যাত্রার দুই মাস আগে টিকিট বুক করতে পারবেন। রেলওয়ে বলছে যে এই পদক্ষেপ রেল ব্যবস্থাপনার উন্নতি করবে। এরই সঙ্গে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, রেল আগামী সময়ে তার ভাড়া এবং রিফান্ড চার্জ বাড়াতে পারে। যদি এটি ঘটে, তাহলে ট্রেনে ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং টিকিট বাতিল করার জন্য আপনাকে আরও বেশি টাকা গুনতে হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group