সহেলি মিত্র, কলকাতাঃ নিত্য রেল যাত্রীদের জন্য রইল বিরাট খবর। ফের একবার রেলের একটি নিয়মে বড় বদল ঘটতে চলেছে। আর এই বদল শুরু হবে ১ অক্টোবর থেকে। মূলত নতুন মাস থেকে টিকিট বুকিং-এর নিয়ম (New Train Ticket Rule) বদলে যেতে চলেছে। নিশ্চয়ই ভাবছেন কী বদল হবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
১ অক্টোবর থেকে টিকিট বুকিং-এর নিয়মে বদল
রেলওয়ে বোর্ডের মতে, ১ অক্টোবর, ২০২৫ থেকে, যখনই কোনও ট্রেনের সাধারণ টিকিট বুকিং শুরু হবে, শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই প্রথম ১৫ মিনিটের জন্য আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন। এতদিন এই নিয়ম শুধুমাত্র তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু এখন এটি সাধারণ রিজার্ভেশনের ক্ষেত্রেও কার্যকর করা হচ্ছে।
নতুন মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ আধার ভেরিফিকেশন না থাকলে আপনি আর টিকিট বুকিং করতে পারবেন না সহজে। এই কাজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। রেলওয়ে জানিয়েছে যে এই পদক্ষেপের ফলে টিকিট বুকিংয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, মধ্যস্থতাকারী/এজেন্টদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে এবং সাধারণ যাত্রীরা প্রাথমিক সময়ে ট্রেনে নিশ্চিত আসন পাওয়ার সুযোগ পাবেন।
কীভাবে কাজ করবে নতুন নিয়ম?
উদাহরণস্বরূপ, যদি কোনও যাত্রী ১৫ নভেম্বর নয়াদিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসের টিকিট বুক করতে চান, তাহলে বুকিং উইন্ডোটি ১৬ সেপ্টেম্বর রাত ১২:২০ মিনিটে খুলবে। ১২:২০ থেকে রাত ১২:৩৫ মিনিটের মধ্যে, শুধুমাত্র আধার-যাচাইকৃত ব্যবহারকারীরা এই ট্রেন অ্যাকাউন্টের জন্য টিকিট বুক করতে পারবেন। সহজ কথায় আগের মতো, রেলওয়ের অনুমোদিত এজেন্টরা টিকিট খোলার পর প্রথম ১০ মিনিটের জন্য টিকিট বুক করতে পারবেন না। অর্থাৎ, ১৫ মিনিটের জন্য, আধার যাচাইকৃত ব্যবহারকারীরা এবং তার পরে ১০ মিনিটের জন্য, সাধারণ যাত্রী এজেন্টের চেয়ে বেশি অগ্রাধিকার পাবেন।
A big step towards a smoother ticket-booking experience! pic.twitter.com/KEIBp48710
— Ministry of Railways (@RailMinIndia) September 16, 2025
রেলওয়ে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) এবং IRCTC-কে প্রযুক্তিগত পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি, নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের অবহিত করার জন্য একটি বৃহৎ পরিসরে প্রচারণা চালানো হবে। রেল মন্ত্রক এই সিদ্ধান্ত সম্পর্কিত একটি সার্কুলার সমস্ত বিভাগকে পাঠিয়েছে। এই পরিবর্তনের পর, অনলাইন টিকিটিংয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হবে সেইসব যাত্রীদের জন্য যারা এজেন্টদের কারণে অনেকবার নিশ্চিত টিকিট পেতে পারছিলেন না এতদিন। রেলের বিশ্বাস, আধার লিঙ্কিং একদিকে যেমন জালিয়াতি বন্ধ করবে, অন্যদিকে প্রকৃত যাত্রীরা প্রাথমিক স্লটে আসন পাওয়ার আরও ভালো সুযোগ পাবেন।