সঠিক জায়গাতেই লাগাতে হবে FASTag! টোল নিয়ে বড় পদক্ষেপ নিতে চলল NHAI

Published on:

NHAI On FASTag In Hand System FASTag New Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও অনেকেই গাড়ির উইন্ডস্ক্রিনে FASTag লাগাতে চান না। এমন অনেকেই রয়েছেন, FASTag-টি গাড়ির উইন্ডস্ক্রিনে না লাগিয়ে হাতে করেই টোল পারাপারের সময় কাজ সেরে নেন। তবে এবার থেকে আর তা হচ্ছে না। সূত্রের খবর, গাড়ির উইন্ডস্ক্রিনে FASTag না লাগানো থাকলে, শীঘ্রই ওই কার্ডগুলিকে ব্ল্যাকলিস্টেড করবে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHAI।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হঠাৎ কেন এমন পদক্ষেপ?

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে বিগত বছরগুলিতে ট্যাগ ইন হ্যান্ড সিস্টেমটি ক্রমাগত বেড়েছে। সাম্প্রতিক বছরগুলিতে, টোল পারাপারের সময় গাড়ির উইন্ডসস্ক্রিনের বদলে হাতে করেই FASTag দেখান বহু চালক। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বলছে, দেশ থেকে ট্যাগ ইন হ্যান্ড সিস্টেমটি নির্মূল করতেই এবার বিশেষ অভিযান শুরু করেছে তারা।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের এমন পদক্ষেপের মাধ্যমে, টোল প্লাজার কর্মীরা ট্যাগ ইন হ্যান্ড অর্থাৎ হাতে করে দেখানো FASTag-গুলির যাবতীয় বিবরণ লিখে NHAI এর কাছে মেল করবে। আর তারপরই ভারতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সেই ট্যাগগুলি খতিয়ে দেখে সেগুলিকে ব্ল্যাক লিস্টেড করবে বলেই খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চালকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন?

ট্যাগ ইন হ্যান্ড সিস্টেমটি নির্মূল করার পাশাপাশি যে সকল টোলধারী অর্থাৎ চালকরা টোল প্লাজা পারাপারের সময় হাতে করে FASTag দেখান, তাদের বিরুদ্ধে আগামীতে বড়সড় কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে খোলসা করে কিছুই বলেনি NHAI।

তবে আপাতত যা খবর, খুব শীঘ্রই ট্যাগ ইন হ্যান্ড বা লুজ FASTag-গুলিকে বাতিল করা হবে। রিপোর্ট বলছে, বার্ষিক টোল পাস সিস্টেম চালু হওয়ার কারণেই (15 আগস্ট থেকে চালু হবে) এই লুজ ট্যাগ সিস্টেম বাতিল করা হচ্ছে। তাছাড়াও খুব শীঘ্রই মাল্টি লেন ফ্রি ফ্লো টোলংয়ের মতো বেশ কিছু সিস্টেমও নিয়ে আসা হতে পারে।

অবশ্যই পড়ুন: স্টারলিংকের পরিষেবা শুরুর আগেই ভারতীয়দের বড় উপহার দিলেন মাস্ক! দাম কমল সাবস্ক্রিপশনের

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে ট্যাগ ইন হ্যান্ড সিস্টেমের প্রচলন ক্রমশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লুজ ট্যাগের কারণে টোল প্লাজায় নানান ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমত, গাড়ির উইন্ডস্ক্রিনে ট্যাগ থাকার বদলে হাতে করে ট্যাগ দেখালে, সেক্ষেত্রে টোল কাটা থেকে শুরু করে চার্জ ব্যাক, প্রায় সব ক্ষেত্রেই যথেষ্ট সমস্যা তৈরি হয়।

শুধু তাই নয়, লুজ FASTag স্ক্যানিং এবং টোল কাটতে যথেষ্ট সময় লেগে যায় কর্মীদের, যার জেরে টোল প্লাজার সামনে বাড়তে থাকে যানবাহনের লাইন। এবার সেই সব কারণেই, ট্যাগ ইন হ্যান্ড সিস্টেম তুলে দিতে চাইছে ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group