৬ মাসের মধ্যেই পেট্রোল গাড়ির সমান হবে EV-র দাম! ঘোষণা নীতিন গড়করির

Published on:

Nitin Gadkari On EV Price

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে দেশের পরিবহণ ব্যবস্থায় একের পর এক বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। সে রাস্তাঘাট হোক কিংবা ট্রেন, গাড়ি, বাস সবেতেই কিছু না বদল আনা হচ্ছে সরকারের তরফে। তবে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি যা ঘোষণা করলেন তাতে করে রীতিমতো লটারি লেগে যাবে সাধারণ মানুষের। বিশেষ করে আপনারও যদি কম টাকার মধ্যে বৈদ্যুতিক গাড়ি কেনার স্বপ্ন থেকে থাকে তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য।

বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের (Nitin Gadkari On EV Price) দাম পেট্রোল গাড়ির সমান হবে। ৩২তম কনভার্জেন্স ইন্ডিয়া এবং ১০তম স্মার্ট সিটিস ইন্ডিয়া এক্সপোতে ভাষণ দেওয়ার সময় নীতিন গড়করি এই কথা বলেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যবিত্ত ঘরের মানুষও ভালো মানের অথচ কম দামে বৈদ্যুতিক গাড়ি কেনার শখ পূরণ করতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রী গড়করি আরও বলেন, ‘ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে হলে দেশটিকে তার অবকাঠামো খাতের উন্নতি করতে হবে।’ তিনি বলেন, ‘ভালো রাস্তা তৈরি করে আমরা আমাদের সরবরাহ খরচ কমাতে পারি।’ এরইসঙ্গে গড়করি বলেন যে দেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই ভালো এবং সরকার স্মার্ট শহর এবং স্মার্ট পরিবহনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমরা বৈদ্যুতিক-ভিত্তিক দ্রুত গণপরিবহনের উপর কাজ করছি।’

আরও পড়ুনঃ আরজি কর মামলায় ঘুরে গেল মোড়, হাইকোর্টকে সোমেই শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাস্তা নির্মাণের বিষয়েও বড় দাবি মন্ত্রীর

নীতিন গড়করি রাস্তা নির্মাণের খরচ কমাতে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ২১২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-দেরাদুন অ্যাক্সেস নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে সরকারের নীতি হল আমদানি প্রতিস্থাপন, ব্যয় সাশ্রয়ীতা, দূষণমুক্ত এবং দেশীয় উৎপাদন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥