সহেলি মিত্র, কলকাতা: আপনার কাছেও কি গাড়ি আছে সম্প্রতি পেট্রোল বা ডিজেল ভরানোর প্ল্যান করছেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার আপনার পকেটে যদি ক্যাশ না থাকে তাহলে আর পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাবেন না। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই ডিজিটাল যুগে অনেকেই আছেন যারা এখন পকেটে নগদ পাকা রাখেন না। সে ক্ষেত্রে এখন সকলের ভরসা ইউপিআই পেমেন্ট। অনেকেই আছেন পেট্রোল পাম্পে গিয়ে এখন ইউপিআই এর মাধ্যমে পে করে থাকেন, কিন্তু এবার থেকে আর তা হবে না। গাড়ি মালিকদের এবার কাছে রাখতে হবে ক্যাশ। আর তা যদি না থাকে তাহলে বিনা তেল ভরেই গাড়ি নিয়ে ফেরত আসতে হবে। এই নিয়ে ঘোষণা অবধি হয়ে গিয়েছে।
নগদ টাকা ছাড়া মিলবে না জ্বালানি
দেশের এক শহরে এখন পেট্রোল-ডিজেল ভরার জন্য অনলাইনে পেমেন্ট করতে পারবেন না কেউ। এখানে নগদ টাকা ছাড়া পেট্রোল পাওয়া যাবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ম কার্যকর হয়েছে নাগপুরে।
নাগপুরের পেট্রোল পাম্পগুলি ডিজেল এবং পেট্রোল ভর্তির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনছে। আসলে, বিদর্ভ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে ১০মে-র পর কোনও পেট্রোল পাম্প গাড়ি চালকদের অনলাইন পেমেন্টের সুবিধা প্রদান করবে না।
আরও পড়ুনঃ ক্যাশ লেনদেন থেকে লকার চার্জ, ১ জুন থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের ৬ নিয়ম!
বড় ঘোষণা পেট্রোল পাম্পগুলির
স্বাভাবিকভাবেই পেট্রোল পাম্পগুলির এহেন সিদ্ধান্তে বিশ বাঁও জলে পড়েছে সাধারণ মানুষ। একদিকে, দেশ ও বিশ্ব আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। সরকার নিজেই ডিজিটাল পেমেন্ট প্রচার করছে। কিন্তু এখন নাগপুরের পেট্রোল পাম্পগুলিতে ডিজিটাল পেমেন্ট সম্ভব হবে না। আসলে সাইবার জালিয়াতি এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত মতো ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিদর্ভ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত গুপ্ত বলেন, ‘অনেক সময় সাইবার অপরাধীরা ভুয়ো ডিজিটাল লেনদেনের মাধ্যমে পেট্রোল ভরে। জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করলে, তাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। যার কারণে পেট্রোল পাম্প মালিকদের ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এর ফলে তাদের ব্যবসার উপর খারাপ প্রভাব পড়ছে। এই কারণে, এখন কেবল নগদ টাকা থাকলেই পেট্রোল, ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’