এই গাড়িগুলোতে ১ জুলাই থেকে দেওয়া হবে না পেট্রোল, ডিজেল! সিদ্ধান্ত সরকারের

Published on:

petrol pump

সহেলি মিত্র, কলকাতাঃ আগামী ১ জুলাই থেকে মিলবে না পেট্রোল এবং ডিজেল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের তরফে নানা রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে বায়ু দূষণের কথা হবে আর দিল্লির প্রসঙ্গ উঠবে না সেটা হতেই পারে না। আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই কার্যকর প্রমাণিত হতে পারে। হ্যাঁ, এখন দিল্লিবাসী ১ জুলাই থেকে পেট্রোল এবং ডিজেল পাবেন না। মূলত পরনো গাড়ি হলেই আর মিলবে না জ্বালানি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

১ জুলাই থেকে মিলবে না পেট্রোল-ডিজেল!

আপনাকে জানিয়ে রাখি যে দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায়, ১ জুলাই, ২০২৫ থেকে রাজধানীর জ্বালানি স্টেশনগুলিতে পুরানো যানবাহন-কে পেট্রোল এবং ডিজেল দেওয়া হবে না। এই নীতি বাস্তবায়নের দায়িত্ব পেট্রোল পাম্প ডিলারদের উপর ন্যস্ত করা হলেও, এখন দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন (DPDA) এই বিষয়ে সরকারের কাছে গুরুতর আপত্তি জানিয়েছে।

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) অনুসারে, এই নীতিটি ১০ বছরের বেশি পুরনো সমস্ত ডিজেল গাড়ি এবং ১৫ বছর পার করে আসা পেট্রোল গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যানবাহনগুলি যে রাজ্যেই নিবন্ধিত হোক না কেন, দিল্লির জ্বালানি পাম্পগুলি তাদের জ্বালানি দেবে না। CAQM-এর লক্ষ্য হল দিল্লির তীব্র বায়ুর মান উন্নত করা এবং পুরানো যানবাহন থেকে দূষণ নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুনঃ ভারত বিরোধী আরেক বড় পদক্ষেপ বাংলাদেশের, ইউনূসের সিদ্ধান্তে বিতর্ক

প্রতিবাদ শুরু পাম্প ডিলারদের

এই নীতি বাস্তবায়নে ডিলারদের যেসব আইনি ও সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো তুলে ধরেছে ডিপিডিএ। সংগঠনটি দিল্লির পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এবং পরিবহন কমিশনারকে একটি চিঠি লিখে বেশ কয়েকটি গুরুতর বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে, পেট্রোল পাম্পগুলি কোনও গ্রাহককে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করতে পারে না। এছাড়া যদি পাম্প অ্যাটেনডেন্ট কোনও পুরানো গাড়িতে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আইনি দ্বন্দ্ব দেখা দিতে পারে। অ্যাসোসিয়েশন সতর্ক করে দিয়েছে যে যদি এই নীতিটি কোনও পেট্রোল পাম্পে সঠিকভাবে বাস্তবায়িত না হয়, তাহলে পাম্প মালিক বা পরিচারকদের গ্রেপ্তার করা বাস্তবসম্মত বা ন্যায্য নয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥