পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন আগেই জানা গিয়েছিল রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলির যেমন সংযুক্তিকরণ করা হবে তিন বীমা সংস্থাকে। ফলে একটি বা দুটি আর্থিক দিক থেকে শক্তিশালী সংস্থা তৈরী হবে। ইতিমধ্যেই মোট ২৭টি ব্যাঙ্ক থেকে মার্জারের মাধ্যমে কমিয়ে ১২টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক গঠন করা হয়েছে। এমনটাই বীমার ক্ষেত্রেও করার পরিকল্পনাকে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বদলে এবার জানা যাচ্ছে সংযুক্তিকরণ নয় বীমা সংস্থাগুলিকে বিক্রি করে দিতে পারে কেন্দ্রীয় সরকার!
বিক্রির পথে তিন রাষ্ট্রায়াত্ত বীমা সংস্থা
২০২২ সালে নীতি আয়োগ সংযুক্তিকরণ না হলেও একটি বীমা সংস্থা বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ২০২৫ পর্যন্ত সেটা হয়নি। তবে কী আর্থিক দিক থেকে লোকসানে থাকা চারটি বীমা সংস্থা বিক্রি করবে কেন্দ্র? জানা যাচ্ছে, ন্যাশনাল ইন্সুরেন্স, ওরিয়েন্টাল ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স এই তিন সংস্থার কোনো একটিকে আগে বিক্রি করা হবে। এরপর সেটার লাভের অঙ্ক ও কর্পোরেট মার্কেটে কেমন সারা মিছে সেটা পর্যবেক্ষণ করা হবে।
এরপরেই বাকি সংস্থাগুলি বিক্রি করা হবে কি না সেটা নিয়ে ভাবা হবে। অবশ্য উক্ত তিনটি বাদে আরও একটি বীমা সংস্থা রয়েছে সরকারের কাছে, সেটা হল নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স। আর্থিক পরিস্থিতি বাকিদের তুলনায় অনেকটা ভালো থাকার কারণে এটিকে সরকার নিজের কাছেই রাখতে চায়।
একটি বীমা সংস্থার আর্থিক পরিস্থিতির মাপকাঠি হল তার সলভেন্সি রেশিও। যদি এটি ১.৫ এর বেশি হয় তাহলে ভালো নাহলেই মুশকিল। যেমন নিউ ইন্ডিয়া ইন্সুরেন্সের ক্ষেত্রে এই সলভেন্সি রেট ১. ৮১ কিন্তু বাকি তিনটির ক্ষেত্রে ১-ও নেই। সেই কারণেই বাকি তিনটিকে বিক্রি করার সম্ভবনা বেশি।
নেওয়া হতে পারে বিকল্প ব্যবস্থাও
বিক্রির আগে বিকল্প কোনো পথ আছে কি না সেটাও ভেবে দেখা হচ্ছে সরকরের তরফ থেকে। যার মধ্যে একটি হল যে তিন সংস্থা বিক্রি করার জন্য ভাবা হয়েছে সেগুলিকে সরকার আর্থিকভাবে সাহায্য করবে। এরপর সংস্থাগুলি ঘুরে দাঁড়ায় কি না দেখা যাবে। যদি অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয় তাহলে? এক্ষেত্রে একদিকে যেমন লাভ হতে শুরু করলে আরও বেশি দামি বিক্রি করা যেতে পারে তেমনি বিক্রি না করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ Jio-Airtel এর মাথায় বাজ! মাত্র ২০ টাকায় অর্ধেক বছরের ভ্যালিডিটি দেবে BSNL
প্রসঙ্গত, বাজেটের আগে সরকারের এহেন মতের ভিন্নতা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার কি বীমা সম্পূর্ণ বেসরকারি করণ করে দিতে চাইছে? কারণ বিগত নভেম্বর মাসেই ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ফিসের তরফ থেকেই ১০০% বিদেশী বিনিয়োগের প্রস্তাব আনা হয়েছিল। এবার আগামী ১লা ফেব্রুয়ারিতে বাজেট প্রকাশ্যে এলেই সবটা পরিষ্কার হবে।