মেট্রোর মতো চেকিং এবার রেল স্টেশনেও, বসছে নয়া মেশিন! টিকিট ছাড়া প্রবেশ আর নয়

Published:

Jaipur Station
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত লেগেই থাকে মেট্রো এবং স্টেশন চত্বরে৷ তাই সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে যাত্রীদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করতে ‘স্ক্যানার মেশিন’ও আছে বিভিন্ন মেট্রো স্টেশনে৷ অর্থাত্‍ ব্যাগে যা আছে, তা জ্বলজ্বল করবে নিরাপত্তারক্ষীদের স্ক্রিনে৷ মাছিও গলতে পারবে না রেল পুলিশের নজর এড়িয়ে৷ আর এবার তাই সেই একই ব্যবস্থা চালু হতে চলেছে রেল স্টেশনেও।

স্টেশনে বসতে চলেছে এক নয়া প্রযুক্তি!

এবার মেট্রো স্টেশনের মত যাত্রীদের সুবিধার্থে জয়পুর স্টেশনে (Jaipur Station) বসতে চলেছে চেকিং মেশিন। মেট্রো স্টেশনে বিভিন্ন ধরনের চেকিং মেশিন ব্যবহার করা হয়, যেমন – টিকিট যাচাইকরণ মেশিন, নিরাপত্তা স্ক্যানার, ইত্যাদি। এই মেশিনগুলি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টিকিট ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। তাই এই ব্যবস্থা যাতে এই স্টেশনেও করা হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এবার বসতে চলেছে এক নয়া প্রযুক্তি। যার মাধ্যমে কোনো ব্যক্তি এখন টিকিট না কেটে স্টেশনে প্রবেশ করতে পারবে না।

বিনা টিকিটে প্রবেশ বন্ধ স্টেশনে!

রেল সূত্রে জানা গিয়েছে, জয়পুরের স্টেশনে যে নয়া প্রযুক্তি চালু হতে চলেছে সেটির নাম অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। এই প্রযুক্তি এতদিন মেট্রো স্টেশনে চালু ছিল তবে এবার এই প্রযুক্তি এই স্টেশনে চালু হতে চলেছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এমন অনেকেই আছেন যারা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। তাই সেক্ষেত্রে এই সমস্যা নির্মূল করতে যাত্রীদের জন্য স্ক্যানার মেশিন বসানো হয়েছে। এর মাধ্যমেই যাত্রীরা তাঁদের নিশ্চিত টিকিট দেখাতে পারবে। তারপরেই তারা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন: TRP কম, তারমধ্যেই বন্ধ স্টার জলসা ও জি বাংলার ৩ সিরিয়ালের শ্যুটিং!

আশা করা যাচ্ছে এই নয়া প্রযুক্তির ফলে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটার সমস্যা দূর হবে ঠিক তেমনই স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও জয়পুর স্টেশনে মহিলাদের জন্য একটি বিশেষ সুবিধাও আনা হয়েছে। সম্প্রতি স্টেশন চত্বরে সমস্ত মহিলার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও স্থাপন করা হয়েছে। শুধু তাই নয় স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে, জয়পুর স্টেশনে বোতল ক্রাশিং মেশিনও বসানো হয়েছে, যা স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join