প্রীতি পোদ্দার, গ্যাংটক: গত বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগ এবং মেঘভাঙা বৃষ্টির ফলে তিস্তার হ্রদ ভেঙে বন্যা ও ধসের ঘটনা ঘটেছিল। যার ফলে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। একে একে ভেসে গিয়েছিল একাধিক সেতু। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায়। মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লাচেন, লাচুং, চোপকা উপত্যকার একাধিক পর্যটন কেন্দ্রের। তবে বর্তমানে সেই অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং নতুন মাস পড়তে না পড়তেই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য এক নয়া সুখবর নিয়ে এসেছে।
পর্যটকদের জন্য খুলে গেল মঙ্গন জেলা
জানা গিয়েছে, আজ অর্থাৎ ১ ডিসেম্বর থেকে উত্তর সিকিমের (North Sikkim) মঙ্গন জেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। লাচুং বেড়াতে যাওয়ার জন্য আজ থেকেই অনলাইনে গাড়ির পারমিট দেওয়া হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। লাচুংয়ের পাশাপাশি ইয়ুমথাং, জিরো পয়েন্টেরও পারমিট আজ থেকেই দেওয়া হবে। তবে লাচেনের পারমিট দেওয়া হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। সেইদিনই আবার গুরুদংমার, চুংথান ও থাঙ্গুর পারমিট দেওয়া হবে।
নির্দেশিকা জারি প্রশাসনের
তবে উত্তর সিকিমের পথ খুলে দিলেও প্রশাসনের তরফে অনেক নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল ১০টার মধ্যে গাড়িগুলিকে মঙ্গন বাজার এলাকা অতিক্রম করতে হবে বলে জানানো হয়েছে। রাস্তার সংস্কারের কাজে কোনওরকম বাধা দেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিকিম সরকার স্পষ্ট জানিয়েছে। পাশাপাশি বেড়াতে গেলে একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। এছাড়াও পর্যটকদের SUV গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময় ছোট গাড়ি ব্যবহার করে অনেকেই ট্রিপ করে, কিন্তু বর্তমানে ছোট গাড়ি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
আনন্দে আত্মহারা ট্যুরিজমের কর্মীরা
অ্যাসোসিয়েশেন ফর কনজারভেশন অব ট্যুরিজমের তরফে রাজ বসু জানিয়েছেন, “আজ থেকে উত্তর সিকিম খুলে যাওয়া শুভ সংকেত। এলাকার পর্যটন সার্কিট অবশেষে সম্পূর্ণ হবে।” অন্যদিকে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মৈত্র বলেন, “সিকিম থেকে মোটর ভেহিক্যালস সংগঠনের তরফে আজ থেকে উত্তর সিকিম খুলছে বলে জানানো হয়েছে । তাই পর্যটক পাঠানোর প্রস্তুতি পাঠানো হচ্ছে জোর কদমে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |