ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা, সিকিমে পর্যটকদের প্রবেশে না! জারি কড়া নির্দেশিকা

Published:

North Sikkim
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: শেষ তিন দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ধস নেমেছে সিকিমের (North Sikkim) একাধিক পাহাড়ি রাস্তায়। চলতি মরশুমে রীতিমত দুমড়ে মুচড়ে গিয়েছে সেখানকার পর্যটন ব্যবস্থা। ভারী বর্ষণের জন্য একাধিক জায়গায় ধস নামার কারণে বিভিন্ন হোটেল থেকে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের জায়গা পরিবর্তন করা হচ্ছে। বন্ধ হয়ে যায় চুংথাং যাওয়ার রাস্তা। আর এই আবহে এবার সতর্কতা অবলম্বনের জন্য সিকিম প্রশাসনের তরফ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

একাধিক জায়গায় ধস!

পাশাপাশি বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে সানকালাং এলাকায় তিস্তার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে গত বৃহস্পতিবার এই বৃষ্টি পরিস্থিতিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে উত্তর সিকিমে। ভারী বৃষ্টির জেরে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার পথে পর্যটকদের একটি গাড়ি খাদ থেকে সোজা তিস্তা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে পরে থাকা ওই গাড়িতে ছিলেন ১১ জন। তার মধ্যে ২ জনের খোঁজ মিললেও তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও ৯ জন নিখোঁজ। এদিকে গতকাল রাতেই প্রায় ২ মিটার জলস্তর বেড়ে গিয়েছে তিস্তার। আর এই আবহে পর্যটকদের জন্য সতর্কবার্তা দিল প্রশাসন।

প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি

সিকিমের এই বৃষ্টি দুর্যোগের কারণে সম্প্রতি প্রশাসনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই নোটিশে জানানো হয়েছে, “বৃষ্টির দাপটে চুংথাংয়ের রাস্তায় যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। এই পরিস্থিতিতে তাই মঙ্গন জেলা প্রশাসন নর্থ সিকিমমুখী সব পর্যটক গাড়ির পারমিট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।” এছাড়াও সেই বিবৃতিতে গ্যাংটক জেলার অধীনে থাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যদি কোনো জরুরি পরিস্থিতির মুখোমুখি কেউ হয় তখন জেলা কন্ট্রোল রুম বা জেলা প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। কন্ট্রোল নম্বরটি হল – 03592204995।

আরও পড়ুন: বৌদির মুণ্ডু কেটে হাতে নিয়ে ঘুরছে দেওর! বাসন্তীতে হাড়হিম করা ঘটনা, শিউরে ওঠা ভাইরাল ভিডিও

অন্যদিকে সময়ের অনেক আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। যার ফলে উত্তরবঙ্গের একাধিক জেলা-সহ সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শহর উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join