লাইনে দাঁড়িয়ে ঝক্কি শেষ! এবার নিমেষেই আপডেট হবে আধার, নতুন ব্যবস্থা UIDAI-র

Published on:

aadhar card

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে। আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা ছিল কিন্তু এখন এই সময়সীমা বর্ধিত করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ যারা এখনও বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে চান, তাদের কাছে এখন রয়েছে সুবর্ণ সুযোগ। তবে শুধু সময়সীমা বাড়ানো নয় এবার গ্রাহকদের জন্য আরও এক সুবিধা নিয়ে এসেছে UIDAI।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আধার সেবা কেন্দ্র ছাড়া পরিষেবা মিলবে অন্য সংস্থায়

কেন্দ্র এবং আধার নিয়ামক সংস্থা UIDAI- এর তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা শুধু যে আধার সেবা কেন্দ্র থেকেই আধার কার্ড সংক্রান্ত কাজ করতে পারবে তা নয়, এখন থেকে বাড়ির কাছের পোস্ট অফিসেও আধার কার্ড সংক্রান্ত কাজ করতে পারবে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এখন পোস্ট অফিসেই আধার কার্ডের যেকোনো তথ্য আপডেট করা যাবে। আধার সেবা কেন্দ্রে আধার কার্ড আপডেট করতে যে চার্জ লাগে, পোস্ট অফিসেও সেই একই চার্জ লাগবে। কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের মোট ১৩,৩৫২টি পোস্ট অফিসে এই আধার আপডেটের সুবিধা পাওয়া যাবে। আপনি যদি জানতে চান যে আপনার বাড়ির কাছে কোন পোস্ট অফিসে আধার আপডেটের সুবিধা পাওয়া মিলবে, তার জন্য https /indiapost.gov.in -এ ক্লিক করলেই বিস্তারিত তথ্য জানা যাবে। তবে আপনি চাইলে কোথাও না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে করে ফেলতে পারেন এই কাজ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনলাইনে আধার আপডেটের পদ্ধতি

  1. প্রথমে UIDAI- এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আধার নম্বর এবং আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে ওই নম্বরে আসা OTP দিয়ে Login করতে হবে।
  2. এর পর নিজের প্রোফাইল পরিচয়পত্র এবং ঠিকানা দেখে নিন। সেখানে দেখানো তথ্য যদি ঠিক থাকে তাহলে ‘I verify that the above details are correct’ লেখা ট্যাবে ক্লিক করে নিতে হবে।
  3. যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে সেটির পাশে থাকা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নতুন ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে যে ফাইল আপলোড করবেন তার সাইজ ২ এমবি-র ছোট হতে হবে। এবং নথি pdf বা jpg ফরম্যাটে থাকতে হবে।
  4. আপলোডের পর submit করে দিলেই তা জমা হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group