দিল্লি মাত্র ৩ ঘণ্টায়! আসছে ভারতের প্রথম বুলেট ট্রেন, গতি ঘণ্টায় ৩৫০ কিমি

Published on:

Indian Railways

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লি থেকে পাটনা মাত্র 3 ঘন্টায়! কি অবাক লাগছে? আসলে ভারতীয় রেল (Indian Railways) এবার বিপ্লব ঘটিয়েছে, যা শুধু কল্পনা নয়, বরং বাস্তবে পরিণত হচ্ছে। এবার রাজধানী, বন্দে ভারতের গতিকে ছাপিয়ে দেশের মাটিতে নামছে প্রথম বুলেট ট্রেন, যার গতি ঘন্টায় 350 কিলোমিটার। 

রেল ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন

বিগত দশক ধরে রেল ব্যবস্থায় যেন ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 100 শতাংশ ইলেকট্রিকফাই, স্টেশন আধুনিকীকরণ, আধুনিক ট্রেন, সব মিলিয়ে ভারতীয় রেল আজ নয়া দিগন্তে কাড়া নাড়ছে। আগে যেখানে শতাব্দি বা রাজধানী ছিল সবথেকে দ্রুত গতির ট্রেন, সেখানে এখন বন্দে ভারত জলভাত। আর এবার সেই পথে আরও একধাপ এগোচ্ছে ভারত। হ্যাঁ, এবার পাটনা থেকে দিল্লি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। 

ঘন্টায় 350 কিলোমিটার গতি!

দিল্লি আর পাটনার মধ্যে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আর এই প্রকল্প একবার বাস্তবায়িত হলে বর্তমানে যেখানে দিল্লি থেকে পাটনা পৌঁছতে 9 ঘন্টা সময় লাগে, সেখানে তা কমে দাঁড়াবে মাত্র 3 ঘন্টায়। রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, বক্সা, আরা, গয়া এবং পাটনা স্টেশনগুলিতে থাকবে বুলেট ট্রেনের স্টপেজ।

পাশাপাশি বিহার বুলেট ট্রেন চলাচলের জন্য এলিভেটেড ট্র্যাক তৈরি করবে বলেই জানানো হয়েছে। আর জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের বিশেষ টিম আগামী আগস্ট মাসে ওই এলাকায় পরিদর্শনে যাবে বলেই খবর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বর্তমান বন্দে ভারতের রুট ও সময়সূচী

জানিয়ে রাখি, বর্তমানে দিল্লি এবং পাটনার মধ্যে সবথেকে দ্রুততম পরিষেবা দিচ্ছে বন্ধ ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার 02252 পাটনা-নয়া দিল্লি বন্দে ভারত ট্রেনটি সকাল 7:25 মিনিটে ছাড়ে এবং দিল্লিতে পৌঁছয় সন্ধ্যা 7:00 টায়। আর এই ট্রেনটির স্টপেজ কানপুর, প্রয়াগরাজ, ডিডিইউ, বক্সার, আরা।

দ্বিতীয় ট্রেনটি পাটনা থেকে ছাড়ে সকাল 7:30 মিনিটে এবং পৌঁছই রাত 7:00 টার সময়। আর এই ট্রেনটির স্টপেজ আরা, বক্সার, ডিডিইউ, প্রয়াগরাজ, কানপুর। তবে হ্যাঁ, এই ট্রেনের গতি এখনো 160 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আর বুলেট ট্রেন আসলে সেই রেকর্ড অনায়াসে ভেঙে দেবে।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর ছবি ছাড়াই ছাপানো হল ওপার বাংলার টাকা! ছবি জারি, কেমন হল নতুন নোট?

মুম্বাই-হায়দ্রাবাদ রুটেও চলবে বুলেট ট্রেন

জানিয়ে রাখি, দিল্লি-পাটনার পাশাপাশি মুম্বাই-হায়দ্রাবাদের মধ্যেও বুলেট ট্রেন চলতে পারে। আর এই রুটের মোট দূরত্ব হবে 767 কিলোমিটার এবং যাত্রার মোট সময় লাগবে 3 ঘন্টা। যেখানে বর্তমানে এই রুটে অন্যান্য ট্রেনের সময় লাগে 14 থেকে 16 ঘন্টা। জানা যাচ্ছে, নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ 11 টি স্টেশনে হাইস্পিড করিডোর থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥