বাড়ল আসন, হাওড়া-পাটনা বন্দে ভারত এবার ২০ কোচের! বড় সিদ্ধান্ত রেলের

Published on:

howrah patna vande bharat

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের পোয়া বারো। এবার হাওড়া রুটে চলবে ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত ট্রেনের চাহিদা বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই ছুটে চলেছে এই ট্রেন। এহেন পরিস্থিতিতে এবার হাওড়া থেকে এক রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওড়া রুটে ছুটবে ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস

জানা গিয়েছে, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এবং ব্যস্ত রুটে ভ্রমণের সুবিধা বৃদ্ধির জন্য, হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শুক্রবার থেকে ২০টি কোচ নিয়ে চলাচল শুরু করেছে। আগের ১৬টি কোচের ট্রেন চলত। বৃহস্পতিবার পূর্ব মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা ভারতীয় রেলওয়ের নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। শুক্রবার আপ এবং ডাউন উভয় পরিষেবাই ২০-কোচের বর্ধিত কনফিগারেশনের সাথে পরিচালিত হয় বলে খবর।

আরও পড়ুনঃ কন্যা হওয়ায় অখুশি পরিবার, তিনবার UPSC পাস করে IAS! গর্ব ফেরালেন বাংলার মেয়ে

এতদিন ট্রেন নম্বর ২২৩৪৮/২২৩৪৭ পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ১৬টি কোচ নিয়ে চলাচল করছিল। তবে ১১ জুলাই এটি ২০টি কোচে উন্নীত হওয়ার কথা রয়েছে। পূর্ব মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র বলেন, “যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্প্রসারণের ফলে ট্রেনের যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, যাতে আরও বেশি মানুষ এই সেমি হাই স্পিড ট্রেনের সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

লাভবান হবেন যাত্রীরা

পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস আধুনিক সুযোগ-সুবিধা, আরামদায়ক আসন এবং দ্রুতগতির ভ্রমণের জন্য পরিচিত। ভারতীয় রেলওয়ের এই পদক্ষেপ যাত্রীদের জন্য উপকারী হবে, বিশেষ করে উৎসবের মরশুম এবং শ্রাবণী মেলার সময়। উপরন্তু, ভারতীয় রেলওয়ে শ্রাবণী মেলার জন্য বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোরও ঘোষণা করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group