Indiahood-nabobarsho

কোনও প্রিমিয়াম না দিয়েই কর্মীরা পাবেন ১ কোটির বীমা, ঘোষণা সরকারের

Published on:

insurance

সহেলি মিত্র, কলকাতা: কেরল পরিবহণ দফতরের কর্মীদের জন্য রইল বিরাট সুখবর। সরকারের তরফে এবার এমন এক উদ্যোগ নেওয়া হল যার দরুণ উপকৃত হবেন সকলে। এবার সকলে পেয়ে যাবেন ১ কোটি টাকা অবধি বীমা কভারেজ। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে কেরালা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন (KSRTC) কর্মীদের এখন ১ কোটি টাকার বীমা কভারেজ দেওয়া হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরিবহণ কর্মীদের জন্য ১ কোটি টাকার বীমা কভারেজ

জানা গিয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে, স্থায়ী কর্মচারীদের নির্ভরশীলরা ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা পাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরলের পরিবহন মন্ত্রী কেবি গণেশ কুমার বলেন, এই প্রকল্পটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এক্ষেত্রে কর্মচারীদের কোনও প্রিমিয়াম দিতে হবে না। অর্থাৎ বিনা কোনো টাকা ব্যয়ে সরকার ও ব্যাঙ্কের উদ্যোগে পরিবহণ কর্মীরা পেয়ে যাবেন বীমা কভারেজ। ৪ জুন থেকে কার্যকর হওয়া এই বীমা প্রকল্পের মাধ্যমে মোট ২২,০৯৫ জন স্থায়ী কর্মচারী উপকৃত হবেন।

পরিবহণ মন্ত্রী বলেন যে, কর্পোরেশনের ওভারড্রাফ্ট লেনদেনের বিপরীতে এসবিআই বীমা প্রদান করছে, যার পরিমাণ প্রতি মাসে প্রায় ৮০ কোটি টাকা হবে। দুর্ঘটনাজনিত অক্ষমতার ক্ষেত্রে, ১ কোটি টাকার বীমাকৃত অর্থও বিতরণ করা হবে। আংশিক অক্ষমতার ক্ষেত্রে, ৮০ লক্ষ টাকা প্রদান করা হবে। যেসব কর্মচারী মাসিক ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে আয় করেন, তাদের স্বাভাবিক মৃত্যুতে তাদের উপর নির্ভরশীলরা ৬ লক্ষ টাকা পাওয়ার অধিকারী হবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী সুবিধা মিলবে?

এই পলিসিতে বার্ন চিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির জন্য ১০ লক্ষ টাকা, বিদেশ থেকে ওষুধ কেনার জন্য ৫ লক্ষ টাকা, কোমায় চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা এবং এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ১০ লক্ষ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। মৃত কর্মচারীদের সন্তানরা প্রত্যেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন এবং মেয়েদের বিয়ের জন্যও একই পরিমাণ অর্থ দেওয়া হবে। দুর্ঘটনার পর যাতায়াত খরচ এবং মৃত কর্মচারীর মরদেহ তার নিজ শহরে নিয়ে যাওয়ার জন্য ৫০,০০০ টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ মুদ্রাস্ফীতি নিয়ে SBI-র রিপোর্টে চমক! স্বস্তি পাবে কোটি কোটি মানুষ

এরইসঙ্গে যে সকল কর্মচারী প্রিমিয়াম পরিশোধ করতে চান তারা স্বাস্থ্য বীমা সুবিধা পেতে পারেন। ১,৯৯৫ টাকার বিনিময়ে, কর্মচারী, তার স্ত্রী এবং দুই সন্তান ২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কভারেজের জন্য যোগ্য হবেন। যারা ২,৪৯৫ টাকা দিচ্ছেন তারা ৩০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। মন্ত্রী বলেন যে এই প্রকল্পে যোগদানের বিষয়টি কর্মীদের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হবে। ২২ মে থেকে KSRTC বাসগুলি সম্পূর্ণ নগদহীন হয়ে যাবে। ২২ মে থেকে সমস্ত KSRTC বাস সম্পূর্ণ নগদহীন পেমেন্ট সিস্টেমে স্যুইচ করবে। দূরপাল্লার বাস ছাড়ার পরেও যাত্রীরা টিকিট বুক করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group