মা-বাবার দেখভাল না করলে কাটা যাবে ১৫% বেতন! রাজ্যের কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Published:

state government employee
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্য সরকার (State Government Employees)। এবার কোনও কর্মচারী যদি তাঁর বাবা-মাকে না দেখে বা অবজ্ঞা করে তাহলে তাঁর বেতন এক ধাক্কায় ১৫ শতাংশ কেটে নেওয়া হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এমনই ঘোষণা করে সকলকে অবাক করে দিয়েছে তেলেঙ্গানা সরকার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বাবা-মাকে না দেখলেই কাটা হবে বেতন!

মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির নেতৃত্বে তেলেঙ্গানা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মূলত একটি নতুন আইন চালু করছে। এই আইনে এমন বিধান অন্তর্ভুক্ত থাকবে যা সরকারি কর্মচারীদের বাবা-মায়ের জন্য উপকারী হবে। প্রকৃতপক্ষে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শনিবার হায়দ্রাবাদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে রাজ্যে একটি আইন চালু করা হবে, যার অধীনে যদি কোনও সরকারি কর্মচারী তার বাবা-মাকে অবহেলা করেন, তাহলে তার বেতনের ১০ থেকে ১৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং কাটা অর্থ অবহেলিত বাবা-মাকে দেওয়ার বিধান করা হবে।

হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নবনির্বাচিত গ্রুপ কর্মচারীদের নিয়োগপত্র হস্তান্তরের আগে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাদের সমস্যা নিয়ে যারা তাদের কাছে আসে তাদের প্রতি সংবেদনশীলতা দেখানোর আহ্বান জানান। “আমরা একটি আইন প্রণয়ন করছি। যদি কোনও সরকারি কর্মচারী তার বাবা-মাকে অবহেলা করেন, তাহলে তার বেতনের ১০ থেকে ১৫ শতাংশ কেটে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আপনি এই আইনটি তৈরি করবেন। আপনি যেমন মাসিক বেতন পান, আমরা নিশ্চিত করব যে আপনার বাবা-মাও এর থেকে মাসিক আয় পান,” মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন।

ইতিমধ্যে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি রাজ্যের মুখ্য সচিব রামকৃষ্ণ রাওকে আইনটির খসড়া তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে, তেলেঙ্গানার রেভান্থ রেড্ডি সরকার শুক্রবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। রেড্ডি সরকার দুই সন্তানের বেশি সন্তান থাকা প্রার্থীদের স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে সম্মত হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join