শ্বেতা মিত্র, কলকাতাঃ এবার মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন উপ মুখ্যমন্ত্রী। এক ধাক্কায় টাকার পরিমাণ বাড়িয়ে দিলেন তিনি। উপ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সরকারি প্রকল্পের আওতায় এবার তিনি ২১০০ টাকা করে দেবেন মহিলাদের। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে বছরের পর বছর ধরে বিভিন্ন রাজ্য সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য অনেক প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পগুলির আওতায় মহিলাদের অনেক ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অনেক রাজ্য সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে, যার ফলে লক্ষ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। একই ধারাবাহিকতায়, মহারাষ্ট্র সরকার ‘লড়কি বেহেন যোজনা’র (Ladki Bahin Yojana) আওতায় মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা পাঠায়। এখন এই স্কিম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে।
মহিলাদের ২১০০ টাকা দেওয়ার ঘোষণা
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে ‘লড়কি বেহেন যোজনা’র আওতায় প্রতি মাসে মহিলাদের দেওয়া অর্থ শীঘ্রই বাড়ানো হবে। রাজ্য সরকার মাসিক সহায়তা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য লক্ষ লক্ষ মহিলা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একনাথ শিন্ডে আরও আশ্বাস দিয়েছেন যে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে এই প্রকল্পের আওতায় প্রদত্ত অর্থের পরিমাণ বাড়ানো হবে।
কারা সুবিধা পাবেন এই প্রকল্পের?
মহারাষ্ট্র সরকার ‘লড়কি বেহেন যোজনা’র আওতায় সহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত-ও বেঁধে দিয়েছে। এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র সেইসব মহিলারাই পাবেন যাদের পরিবারের মাসিক আয় আড়াই লক্ষ টাকার কম। এছাড়াও, পরিবারের কোনও সদস্য আয়কর দিলেও, তিনি এই স্কিমের সুবিধা পাবেন না। যদি মহিলা ইতিমধ্যেই সরকারের অন্য কোনও বিভাগ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তাহলে তিনিও এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। পরিবারের কোনও সদস্য যদি সরকারি চাকরিতে থাকেন বা সরকারের অধীনে কোনও সংস্থায় কাজ করেন, তাহলে সেই মহিলারাও লাডকি বেহান যোজনার আওতায় যোগ্য হবেন না।
আরও পড়ুনঃ ইউরোপের থেকে উন্নত ভারতের মেট্রো ব্যবস্থা, দেখে অবাক জার্মানির ভ্লগার! ভাইরাল ভিডিও
প্রয়োজনীয় কাগজপত্র
আধার কার্ড
আবাসিক সার্টিফিকেট
আয়ের সনদপত্র
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক)
পাসপোর্ট সাইজের ছবি
রেশন কার্ড।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |