শ্বেতা মিত্রঃ সামনেই রয়েছে দীপাবলি উৎসব। আর এই উৎসবকে সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন শুনে চমকে গিয়েছেন সকলেই। এখন আপনিও নিশ্চয়ই আপনি যে মুখ্যমন্ত্রী কী এমন ঘোষণা করেছেন? তাহলে জানিয়ে রাখি, সূরা প্রেমীদের জন্য বিশেষ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মাত্র ৯৯ টাকায় এই উৎসবে বিদেশী মদ খাওয়ার আনন্দ লাভ করতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
দিওয়ালিতে মাত্র ৯৯ টাকায় বিদেশী মদ
সামনে রয়েছে একের পর এক উৎসব। আর উৎসবকে সামনে রেখে অনেকেই আছেন যারা সুরা পান করতে ভালোবাসেন। বলতে গেলে মুখিয়ে থাকেন। আপনিও যদি সুরাপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর। আপনিও মাত্র ৯৯ টাকায় বিদেশী মদ পান করার সুযোগ পেতে পারেন। তবে শুধুমাত্র জন্য আপনাকে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হতে হবে।
আসলে অন্ধ্রপ্রদেশে একটি নতুন মদ নীতি চালু হয়েছে। চন্দ্রবাবু নাইডুরে সরকার জানিয়েছে যে নতুন মদ নীতির অধীনে মাত্র ৯৯ টাকায় ১৮০ মিলিলিটারের মদের বোতল বিক্রি করবে। এ ছাড়া আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মদ নীতিতে অনেকেই আছেন যারা কিনা লটারিতে আস্ত মদের দোকান পেয়ে গেছেন। তবে নতুন মদের দোকান নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ দোকান পেলেও মালিকরা মোটা অগ্রিম ও ভাড়ার দাবি করছেন। এ কারণে প্রথম দিনে মাত্র কয়েকটি দোকান খালি ছিল।
সরকারের নতুন আবগারি নীতি
এছাড়াও স্কুল ও মন্দির থেকে দূরে মদের দোকান বসানোর নিয়ম রয়েছে। নতুন মদ নীতির বিধান অনুযায়ী, দোকানগুলির ব্যবস্থা খতিয়ে দেখার পরেই দু’বছরের জন্য স্থায়ী অনুমতি দেওয়া হয়। এসব মদের দোকান সরকারি-বেসরকারি স্কুল-কলেজ থেকে ১০০ মিটারের বেশি দূরত্ব হওয়া উচিত। পাশাপাশি, রাজ্য সরকারের নির্দেশিত মন্দির, মসজিদ ও গির্জার একশো মিটারের মধ্যে মদের দোকান রাখতে হবে। এই নিয়মের ফলে কিছু লোকের পক্ষে দোকান খুঁজে পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে।
জাতীয় ও রাজ্য সড়ক শহর ও পুরসভার এক্তিয়ারের মধ্য দিয়ে গেলেও মদের দোকানে কোনও আপত্তি নেই। তবে জাতীয় ও রাজ্য সড়ক যদি ২০ হাজারের কম জনসংখ্যার গ্রামগুলির মধ্য দিয়ে যায়, তাহলে ২২০ মিটার দূরত্বে দোকান রাখার নিয়ম রয়েছে। ২০ হাজারের বেশি জনসংখ্যার গ্রামগুলিতে জাতীয় ও রাজ্য সড়ক থেকে ৫০০ মিটার দূরে মদের দোকান বসানো হবে এমনটাই নিয়ম করেছে সরকার। যাইহোক রাজ্যের বাসিন্দারা এবার মাঠে ৯৯ টাকায় প্রিমিয়াম ব্র্যান্ডের মদ কিনতে পারবেন।