মানবিক উদ্যোগ সরকারের, এবার তৃতীয় লিঙ্গরাও কম দামে পাবেন রেশন

Published on:

ration system

সহেলি মিত্র, কলকাতাঃ রেশন পরিষেবা (Ration System) নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার সাধারণ মানুষের পাশাপাশি রুপান্তরকামীরাও রেশন পাবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এবার কম দামে তাঁরাও পেয়ে যাএন খাদ্যশস্য। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই লাভবান হবেন বহু রুপান্তরকামী।

এবার রুপান্তরকামীরাও পাবেন রেশন

আসলে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রুপান্তরকামী সম্প্রদায়ের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন রাজ্যে বসবাসকারী রুপান্তরকামীদের রেশন কার্ড প্রদান করা হবে যাতে তারাও কম দামে রেশন পেতে পারে। এই সিদ্ধান্তের অধীনে, রাজ্যে একটি বিশেষ অভিযান শুরু করা হবে যেখানে সেইসব ট্রান্সজেন্ডার ব্যক্তিদের চিহ্নিত করা হবে যারা এখনও তাদের রেশন কার্ড তৈরি করেননি। কোনও যোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রচার দ্রুত ও স্বচ্ছ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সাক্ষাৎ লক্ষ্মী! মেলাতেই খেলা ঘুরিয়ে দিলেন ২৪ পরগনার মহিলারা, আয় ১০০ কোটি

খাদ্য ও সরবরাহ বিভাগ সকল জেলার সরবরাহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে তারা রুপান্তরকামী সম্প্রদায়ের সকল যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে তাদের যোগ্য পরিবারের শ্রেণীতে অন্তর্ভুক্ত করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড প্রদান করবে। উত্তরপ্রদেশ ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের মতে, রাজ্যের বিপুল সংখ্যক ট্রান্সজেন্ডার নাগরিক এখনও শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে দূরে রয়েছেন। এই লোকদের অনেকেরই রেশন কার্ড নেই, যার কারণে তারা বিনামূল্যে বা সস্তা রেশনের মতো প্রকল্পের সুবিধা নিতে পারছেন না।

বড় উদ্যোগ সরকারের

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্য হল সমাজের কোনও অংশই, তার পরিচয় যাই হোক না কেন, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হওয়া। এখন পর্যন্ত, উত্তর প্রদেশে ১,০৬৭ জন ট্রান্সজেন্ডারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও, ২৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে, সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরকারকে এই সম্প্রদায়কে সমান অধিকার এবং প্রকল্পের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিল। যোগী সরকার সেই দিকে অনেক প্রকল্প চালু করেছে। যেমন গরিমা গৃহ, বৃদ্ধাশ্রম, বৃত্তি, পরিচয়পত্র এবং এখন রেশন কার্ড প্রকল্প। যোগী সরকার সমস্ত জেলা সরবরাহ কর্মকর্তাদের যোগ্য ট্রান্সজেন্ডারদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥