FASTag-এ একগুচ্ছ নতুন নিয়ম জারি করল NPCI, না জানলেই বাড়বে বিপদ

Published on:

NPCI issues several new rules on FASTag

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাসট্যাগের (FASTag) নিয়মে একগুচ্ছ বদল আনল ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন NPCI। সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার NPCI ও ভারতের জাতীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফাসট্যাগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ির ক্ষেত্রে টোল লেনদেন আরও সহজ করতে এবং প্রতারণার ফাঁদ থেকে যাতে চালকরা বাঁচতে পারেন সেজন্য ফাসট্যাগের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এসেছে। ধারণা করা হচ্ছে এই নতুন নিয়মগুলি মেনে চললে এরপর থেকে আর টোল প্লাজায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না চালকদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফাসট্যাগের নতুন নিয়ম | FasTag New Rules |

জাতীয় পেমেন্ট কর্পোরেশন ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তরফে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী গাড়ির ফাসট্যাগের ক্ষেত্রে যে নতুন নিয়ম গুলি জারি করা হয়েছে সেগুলি এক নজরে দেখে নিন –

প্রথমত, যেসব ফাসট্যাগ বর্তমানে ব্ল্যাকলিস্টেড অবস্থায় রয়েছে সেগুলি ব্যবহার করে টোল দেওয়া যাবে না। সেক্ষেত্রে ব্লক হয়ে যাওয়া কার্ডগুলি বাতিল বলে ঘোষণা করা হবে। বলে রাখি, চালকদের ফাসট্যাগ ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার কমপক্ষে 10 মিনিটের মধ্যে সেটি বাতিল বলে গণ্য হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয়ত, যদি কোনও চালক ব্ল্যাকলিস্টেড ফাসট্যাগ নিয়ে টোল প্লাজায় উপস্থিত হন সেক্ষেত্রে তার কাছ থেকে ব্লক কার্ড ব্যবহার করার অপরাধে দ্বিগুণ টোল ফি চার্জ করা হবে।

তৃতীয়ত, ফাসট্যাগ ব্যবহার করে ভুলভাবে টাকা কাটা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক 15 দিনের মধ্যে সেই অর্থ ফেরত দিয়ে দেবে।

চতুর্থত, টোল প্লাজা পার হওয়ার 15 মিনিট পর যদি ট্রানজেকশন প্রসেস হয়, সেক্ষেত্রে চালককে ফাইন দিতে হতে পারে।

পঞ্চমত, নতুন নিয়ম অনুযায়ী, একজন ফাসট্যাগ ব্যবহারকারী টোল পার হওয়ার আগে নিজের ব্যালেন্স চেক করার জন্য 1 ঘন্টা 10 মিনিট সময় পাবেন।

কেন ফাসট্যাগ ব্ল্যাকলিস্ট হয়?

জাতীয় পেমেন্ট কর্পোরেশন বা NPCI দ্বারা প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ফাসট্যাগ ব্যবহারকারীরা অনেক সময় নিজেদের কার্ড ব্যালেন্স শেষ করে ফেলেন এবং পরবর্তী 10 মিনিটের মধ্যে তার রিচার্জ না করায় কার্ড ব্লক হয়ে যায়। সেজন্য ফাসট্যাগ ব্যবহারকারীদের সবসময় পর্যাপ্ত ব্যালেন্স মেইনটেইন করা উচিত। সেক্ষেত্রে বলে রাখি, টোল প্লাজায় ঢোকার আগে নিজের ট্যাগ ব্যালেন্স চেক করে তবেই ফাসট্যাগ স্ক্যান করান।

আরও পড়ুনঃ Jio, Airtel নাকি Vi, কার JioHotstar Subscription প্ল্যান সবচেয়ে সস্তা? দেখে নিন

অতিরিক্ত ফি এড়ানো যায় এই উপায়ে

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের নির্দেশিকা অনুযায়ী, ফাসট্যাগ ব্যবহারকারীদের টোল প্লাজায় যাওয়ার আগে নিজের ব্যালেন্স ও ফাসট্যাগ স্ট্যাটাস চেক করে নেওয়া উচিত। এছাড়াও ফাসট্যাগ ব্লাকলিস্ট হয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে যদি রিচার্জ করা যায় সে ক্ষেত্রে অতিরিক্ত চার্জ ফেরত পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group