আচমকা নয়, সবটাই ছিল পরিকল্পিত! লাদাখ হিংসা নিয়ে অফিসিয়াল ব্যাখ্যা

Published on:

leh ladakh protest

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি লাদাখের লেহ শহরের সহিংসতার (Leh Ladakh Protest) ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এমনকি 80 জনেরও বেশি আহত হওয়ার খবর মিলেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আচমকা ঘটে গিয়েছে মনে করা হলেও কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছে, এটি মোটেও আকস্মিক নয়, বরং সবটাই পরিকল্পিত চক্রান্ত।

কীভাবে ঘটল এই সহিংসতা?

প্রসঙ্গত, বুধবার এই অশান্তি ছড়িয়ে পড়ে ঠিক এমন সময়, যখন কেন্দ্রীয় সরকার অক্টোবরের 6 তারিখে হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠকের দিন ঠিক করেছিল। অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের প্রতিনিধিদের উক্ত বৈঠকে উপস্থিত হওয়ারও কথা ছিল। তবে তার আগে অনুরোধ পেয়ে সেপ্টেম্বরের 25-26 তারিখেই আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল।

আর ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক সোনম ওয়াংচুকের আন্দোলন মঞ্চ থেকে ঘোষণা করছেন যে, 26 সেপ্টেম্বর দিল্লির বৈঠকের জন্য একটি প্রতিনিধির দল রওনা দেবে। অথচ ঠিক তার আগেই এই ভয়াবহ সহিংসতার ঘটে।

সোনম ওয়াংচুককে ঘিরেই প্রশ্ন

প্রসঙ্গত, সরকারি আধিকারিকরা প্রশ্ন তুলছে, যদি সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলে, তাহলে কেন এই সহিংসতা ঘটল? তাদের মতে, লাদাখ এবং সেখানকার তরুণ সমাজ কিছু রাজনৈতিক স্বার্থে এবং ব্যক্তিগত উদ্যোগে বিভ্রান্ত ছড়াচ্ছে। এক শীর্ষ আধিকারিক বলেছেন, সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই লাদাখের আরব স্প্রিং-এর মতো আন্দোলন চান বলে মত প্রকাশ করেছেন। এমনকি নেপালের Gen Z আন্দোলনের সঙ্গেও তিনি তুলনা করেছেন। আর এই সহিংসতা আসলে কোনও অনিয়ম বা ব্যক্তিগত ইস্যুর কারণে ঘটানো হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ ‘হিন্দুদের ভোটাধিকার কাড়তে আউশগ্রামের মুসলিম প্রধান বুথ করছে TMC!’ অভিযোগ সুকান্তর

এদিকে অভিযোগ আরও গুরুতর। জানা যাচ্ছে, কিছু কংগ্রেস নেতা নাকি এইচপিসি আলোচনায় রাজনৈতিক প্রতিনিধিরা বাদ পড়ায় একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেছে। সরকারি অফিসে পাথর ছোড়া, এমনকি আগুন লাগানো, বন্ধ ডাকা সবকিছুতে যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে। একজন আধিকারিক প্রশ্ন তুলেছে, যদি সবকিছু স্বতঃস্ফূর্তভাবেই হত, তাহলে এত আগেভাগে কীভাবে প্রস্তুতি নেওয়া হল? যদিও কেন্দ্রীয় সরকার মনে করছে, লাদাখের যুবকদের ভুল পথেই পরিচালিত করা হয়েছে। সহিংসতার মাধ্যমে অগ্নিসংযোগ আর ভাঙচুর পরিকল্পনারই অংশ ছিল। যদিও গোটা বিষয় বর্তমানে তদন্তের আওতায়। সব উত্তর সময়ই বলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥