ভারতের এই রাজ্যের GDP-র কাছে হার মানবে গোটা পাকিস্তান! তালিকায় আরও এক নাম

Published on:

One Indian state has a GDP greater than the total GDP of Pakistan.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 3 বিলিয়ন ডলারের জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF-র দরজায় দরজায় ঘুরে বেড়ানো পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বর্তমানে গোটা বিশ্ব অভিহিত। ভারতের বিরুদ্ধে প্রতিমুহূর্তে গলা ফাটানো সন্ত্রাসবাদের দেশের যে আদতে কোনও ক্ষমতা নেই তা বুঝে গিয়েছেন অনেকেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এ কথা প্রায় 99 শতাংশ মানুষই জানেন না যে, ভারতের এমন এক রাজ্য রয়েছে যার GDP পাকিস্তানের মোট GDP-র থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, কিছুটা অবাক লাগলেও ভারতের মাত্র এক রাজ্যের GDP-র কাছে হার মানবে পশ্চিম দিকের দেশ।

পাকিস্তানের মোট GDP কত?

কাঙালের দেশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা যা তাতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনও রাস্তা ছিল না পাক সরকারের। যদিও পাকিস্তান যে এই অর্থ সন্ত্রাসবাদের কাজে লাগাবে সে কথা বলাই যায়। তবে পাকিস্তানের অপকর্মের কথা জানিয়ে IMF-কে অর্থ সাহায্য করতে বারণ করেছিল ভারত, তবে সেই কথা না রেখেই সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে অর্থ দিয়েছে IMF। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের মোট GDP 373.08 বিলিয়ন ডলার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের এই রাজ্যের GDP পাকিস্তানের থেকে অনেক বেশি

সিংহভাগই জানেন না, ভারতের অন্যতম প্রধান রাজ্য মহারাষ্ট্রের বর্তমান GDP পাকিস্তানের মোট GDP-র তুলনায় অনেকটাই বেশি। সেই সূত্রে বলে রাখি, বর্তমানে পাকিস্তানের মোট GDP যেখানে 2.6 শতাংশ হারে বৃদ্ধি পেয়ে 373.08 বিলিয়ন ডলার, সেই পর্বে দাড়িয়ে মহারাষ্ট্রের বর্তমান GDP 490 বিলিয়ন ডলার। ভাবা যায়! এর অর্থ গোটা দেশ তো দূর, ভারতের এক রাজ্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই পাকিস্তানের।

তবে মহারাষ্ট্রের এই অর্থনৈতিক বৃদ্ধি তাৎক্ষণিক নয়। 2004-2005 সালে পাকিস্তানের GDP যেখানে 132 বিলিয়ন ডলার ছিল, সেই পর্বে মহারাষ্ট্রের GDP ছিল মাত্র 92 বিলিয়ন ডলার। যা পশ্চিম দিকের দেশের তৎকালীন GDP-র মাত্র 69 শতাংশ। তবে সেই পর্ব কাটিয়ে গোটা পাকিস্তানের অর্থনীতিকে হার মানিয়েছে মহারাষ্ট্র। বলা বাহুল্য, শুধুই মহারাষ্ট্র নয়, ভারতের আরও এক রাজ্য রয়েছে যার GDP পাকিস্তানের মোট GDP-র একেবারে কাছাকাছি।

পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতায় আরও এক রাজ্য

মহারাষ্ট্রের পাশাপাশি ভারতের আরেক রাজ্য তামিলনাড়ুর বর্তমান GDP পাকিস্তানের অর্থনীতির প্রায় কাছাকাছি। হ্যাঁ, এই মুহূর্তে তামিলনাড়ুর GDP 329 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে পাকিস্তানের মোট GDP 338 বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, 2005 সাল নাগাদ তামিলনাড়ুর GDP ছিল মাত্র 48 বিলিয়ন ডলার। যা সেই সময়ে পাকিস্তানের অর্থনীতির মাত্র 37 শতাংশ ছিল।

অবশ্যই পড়ুন: তৎকাল টিকিট বুক করা যাবে মাত্র কয়েক মিনিটেই! মেনে চলুন এই ৫ নিয়ম

তবে বিগত বছরগুলিতে অর্থনৈতিক উন্নতি যে হারে বেড়েছে তাতে 329 বিলিয়ন ডলারের GDP-র রেকর্ড খুব শীঘ্রই ভেঙে ফেলবে তামিলনাড়ু। মনে করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই তামিলনাড়র মোট GDP পাকিস্তানের অর্থনীতিকেও ছাপিয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group