প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান পহেলগাঁও (Pahalgam)। গতকাল সকালেও যখন পর্যটকেরা ভ্রমণের আনন্দ উপভোগ করছিল তখন সেই আনন্দ পরিণত হল মৃত্যু এবং আপনজন হারানোর যন্ত্রণায়। আচমকাই মুহুর্মুহু গুলি ছুটে আসল জঙ্গিদের বন্দুক দেখে। আর সেই শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রক্ত। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে সব শেষ।
এদিকে পহেলগাঁও- তে (Pahalgam) জঙ্গি হামলায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন এই জঙ্গি হামলায় দেশের অন্দরেই আনন্দের উল্লাস করছিল ঝাড়খণ্ডের এক মৌলবির। প্রশংসা করেছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও পাকিস্তানকে। শুধু তাই নয় সোশাল মিডিয়ায় ‘উৎসব পালনের ডাক’ ও দেন এই ঝাড়খণ্ডের মৌলবির। যার দরুন ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ফলস্বরূপ এই ধরনের বিদ্বেষমূলক পোস্ট করায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মৌলবি মহম্মদ নৌশাদকে।
ঘটনাটি কী?
পহেলগাঁও এর হামলার খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি উল্লাসমূলক পোস্ট করেন ঝাড়খণ্ডের মৌলবি নৌশাদ। তিনি হাসির ইমোজি ব্যবহার করে পোস্টে লেখেন যে, ‘ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্কর ই তইবা। আল্লাহ তোমাদের সর্বদা আনন্দে রাখুন। আমিন, আমিন। তবে আমি আরও খুশি হতাম যদি আরএসএস, বিজেপি, বজরং দল ও সংবাদমাধ্যমকে আক্রমণ করা হত।’ আর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সঙ্গে সঙ্গে সেই পোস্ট ঝাড়খণ্ড পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান নেটিজেনরা।
কে এই মহম্মদ নৌশাদ?
এরপরই সেই পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে ঝাড়খণ্ড পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ বুধবার ঝাড়খণ্ডের বোকারোর মখদুমপুর থেকে গ্রেফতার করা হয় মহম্মদ নৌশাদকে। পুলিশের তরফে এই অভিযুক্ত সম্পর্কে জানানো হয়েছে বিহারের এক মাদ্রাসা থেকে ৩৫ বছর বয়সী মহম্মদ নৌশাদ কোরানের উপরে ডিগ্রি অর্জন করেছেন। তবে বর্তমানে তিনি তাঁর বাবার সঙ্গে বোকারোতে থাকেন। এছাড়াও জানা গিয়েছে নৌসাদের ভাই কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। আর সেখানকারই এক সিমকার্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়া চালাতেন নৌশাদ।
আরও পড়ুনঃ ব্যবসার রাস্তা বন্ধের পাল্টা জবাব, ভারতের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ বাংলাদেশের
গতকাল রাতে এই ধরনের বিদ্বেষমূলক পোস্ট নৌশাদের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ার অভিযোগ আসার পরেই গোটা ঘটনায় পুলিশ সুপার মনোজ স্বার্গীয়ারী একটি তদন্তকারী দল গঠন করেন। আর এই তদন্তকারী দলের নেতৃত্বভার পড়ে নবীন কুমার সিং এর উপর। গতকাল রাতে তাঁর নেতৃত্বে ওই পোস্টদাতার খোঁজে নামেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে আজ সকালে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নৌশাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |