কাশ্মীরে চলল ‘অপারেশন মহাদেব’, ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি

Published on:

Operation Mahadev

সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের দাচিগাম জঙ্গলে নিঃশব্দে শুরু হল অপারেশন মহাদেব (Operation Mahadev)। শেষ পর্যন্ত ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারিয়েছে তিন জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া মাত্রই শুরু হয় এই অভিযান। আর সেনা পুলিশের যৌথ উদ্যোগে শ্রীনগরের কাছে আসতেই বিরাট সফলতা পেল ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যদিও শুরুতে সেনাদের পক্ষ থেকে কিছু শুধুমাত্র অপারেশন মহাদেব চালানোর কথাই জানানো হয়েছিল। কিন্তু পরে জানানো হয়েছে, তিনজন জঙ্গি নিরাপত্তা রক্ষিদের গুলিতে প্রাণ হারিয়েছে। তবে এই অভিযান এখানেই থেমে নেই। এখনো চলছে দাচিগাম জঙ্গলের প্রতিটি কোণায় কোণায় তল্লাশি।

সকাল হতেই উত্তেজনা

আজ অর্থাৎ, সোমবার সকাল বেলা শ্রীনগরের দাচিগাম জঙ্গলে হঠাৎ গুলির শব্দে স্থানীয়রা কেঁপে ওঠে। সূত্র বলছে, সকাল 11 টা নাগাদ ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী এলাকায় ঢুকে সন্দেহজনক নজর আসতেই শুরু করে অপারেশন মহাদেব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রাথমিকভাবে কিছু তথ্য না পাওয়া গেলেও, গোয়েন্দা সূত্র অনুযায়ী, জানা যায় যে তিন জঙ্গি ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে। আর তারা ভারতীয় নাগরিক নয় বলেই অনুমান করা হচ্ছে। এমনকি সন্দেহের আঁচ সরাসরি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা’র দিকেই এগোচ্ছে। 

পহেলগাঁও হামলার যোগসূত্র?

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, এই জঙ্গিরা নাকি পহেলগাঁও হামলায় জড়িত ছিল। তবে গোয়েন্দা বিভাগের সূত্র জানাচ্ছে যে, এই অভিযানের সঙ্গে পহেলগাঁও হামলার কোনো সংযোগ নেই। বরং দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে ভারতীয় অনুপ্রবেশকারী জঙ্গিগোষ্ঠীর তথ্য পাওয়ার পরেই ভারতীয় সেনা এই অভিযান করে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগেই চালু হচ্ছে গোটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, দাবি রিপোর্টে

এমনকি এও জানা গিয়েছে, দাচিগাম জঙ্গলে সেনাবাহিনী ড্রোনের সাহায্যে সংঘর্ষ স্থলের ছবি সংগ্রহ করছে। আর সেই ছবির ভিত্তিতেই চলছে তল্লাশি। সূত্রর খবর, ওই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধার হতে পারে। পাশাপাশি নিহতদের পরিচয় সনাক্তের কাজে চলছে।

উল্লেখ্য, গোয়েন্দা বিভাগ জানিয়েছে, সম্প্রতি সীমান্ত পেড়িয়ে প্রায় 150 জন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। আর এই জঙ্গিরা ছদ্মবেশেই দাচিগাম এবং তার আশেপাশে আত্মগোপন করে রয়েছে। আর এই তথ্যের ভিত্তিতেই অপারেশন মহাদেব শুরু হয়, যাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে শেষ করা যায়। সেনাদের সূত্র বলছে, অভিযান এখনো চলবে, যত সময় না পর্যন্ত সবাইকে নির্মূল করা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group