সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে (2025 India-Pakistan Standoff) শনিবার সন্ধ্যাবেলা যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তব চিত্রটা অন্যরকম কথা বলছে। হ্যাঁ, যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সন্ত্রাসের দেশের তরফ থেকে গোলাগুলি এবং ড্রোন হামলা করা হয়। আর তারই মাঝে ভারতীয় বায়ুসোনার এক বিবৃতি এখন পাকিস্তানকে কার্যত থরথর করে কাপাচ্ছে।
সুখোই থেকে ছোঁড়া হয়েছে ব্রহ্মস মিসাইল
বেশ কিছু সূত্র মারফত খবর, ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান থেকে এবার ছোঁড়া হয়েছে সুপারসনিক ব্রহ্মস মিসাইল। মূল লক্ষ্য ছিল – পাকিস্তানের অভ্যন্তরে থাকা একটি দূরবর্তী ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া। ভারতীয় বায়ুসেনার তরফে এই আক্রমণ হানা হয়েছিল নিখুঁত এবং কৌশলগত উপায় মেনে। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর এই আক্রমণের জবাবে পাকিস্তানে ফের শুরু হয়েছে গোলাবর্ষণ। যার আঁচ গিয়ে পড়ছে শ্রীনগর, উদমপুর এবং রাজৌরি সহ একাধিক সীমান্তবর্তী এলাকায়।
অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি…
জানিয়ে রাখি, রবিবার সকালে ভারতের স্থল, নৌ ও বায়ুসেনার তিন প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
বৈঠকের কিছুক্ষণ পর ভারতীয় বায়ুসেনা একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা জানায়, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি! আর এই অভিযান পরিকল্পনামাফিক করা হচ্ছে। দেশের কৌশলগত স্বার্থের কথা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব তথ্য এখন প্রকাশ করা যাবে না। অনুরোধ করা হচ্ছে, যাচাইবিহীন তথ্য প্রচার থেকে সবাই বিরত থাকুন।
যুদ্ধবিরতি মানলেও চালিয়ে গেল হামলা
এদিকে এই হামলা পাকিস্তান এমন সময় ঘটিয়েছে, যখন যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর হওয়ার মাত্র 4 ঘন্টাও পেরোতে পারেনি। সন্ধ্যা 5 টার সময় যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল। আর রাত 8 টার মধ্যেই পাকিস্তান গোলাবর্ষণ শুরু করে। প্রথমে রাজৌরি, আখনূর, সাম্বা অঞ্চলে আঁচ পড়ে। এরপর শ্রীনগর ও উদমপুরে বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ যুদ্ধে যোগ দিতে যাওয়া জওয়ানকে ফাইন, টিটিই-র বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল রেল
এখন যুদ্ধবিরতির আড়ালে সন্ত্রাসের দেশের এই প্রতারণামূলক পদক্ষেপ ভারতীয় নিরপত্তা খাত এবং কূটনৈতিক ক্ষেত্রে কতটা উস্কানিমূলক কাজ করছে, তার জবাব ভারত হাতেনাতে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |