২৬ বছর পর বদলা নিল ভারত! পাকিস্তানে নিকেশ কান্দাহার বিমান অপহরণের মূল মাথা আজহার

Published:

Operation Sindoor kills 1999 Indian plane hijacker Abdul Rauf Azhar in Pakistan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট সাফল্য ভারতের! 26 বছর আগেকার পুরনো হিসেব মিটিয়ে নিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) আঘাতে পাকিস্তানের মাটিতে খতম হয়েছেন 1999-র ভারতীয় বিমান হাইজ্যাকের মূল মাথা তথা জইশ-ই-মহাম্মদের অন্যতম প্রধান ষড়যন্ত্রী আব্দুল রউফ আজহার। সূত্রের খবর, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কারণেই মৃত্যু হয়েছে এই পাক জঙ্গির।

অপারেশন সিঁদুরেই জব্দ পাকিস্তানি জঙ্গিরা

মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় নাগরিকরা যখন নিশ্চিন্ত নিদ্রায়, ঠিক সেই সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নির্দেশে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে একের পর এক মিসাইল বর্ষণ করে ভারত। গুঁড়িয়ে যায় 9টি জঙ্গিঘাঁটি।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার হামলা চলাকালীন আস্তানা গুলিতে কমপক্ষে 900 জন জঙ্গি ছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যে কমপক্ষে 100 বা তারও বেশি সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এবার সেই মৃতদের তালিকায় নাম জুড়ল পাকিস্তানের ভয়ানক জঙ্গি সংগঠনের অন্যতম প্রধান মাথা আব্দুল রউফ আজহারের।

1999-র বদলা নিল ভারত

ভারতের ইতিহাসে কালো দাগ ছিটিয়ে গিয়েছিল 1999 সালের আইসি-814 বিমান হাইজ্যাক। সেবার যাত্রীবাহী ওই ভারতীয় বিমান হাইজ্যাক করেছিল জইশ-ই-মহম্মাদের একনিষ্ঠ জঙ্গিরা। জানা যায়, এই বিমান হাইজ্যাকের নীল নকশা তৈরি করেছিলেন আব্দুল রউফ আজহার।

বলা বাহুল্য, এই বিমান হাইজ্যাকের পরই ভারত থেকে মুক্তি পায় আল-কায়েদা জঙ্গি সইদ শেখ। অবশেষে, দীর্ঘ 26 বছর পেরিয়ে ভারতের ক্ষতিকারক তথা জাত শত্রু আজাহারের খুলি ওড়ালো ভারত।

অবশ্যই পড়ুন: রোহিতের টেস্ট অধ্যায় শেষ হতেই বিকল্প অধিনায়ক খুঁজে নিল BCCI!

উল্লেখ্য, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, শুধুই 1999 সালের ভারতীয় বিমান হাইজ্যাকের মাস্টারমাইন্ড আজহার নন, ভারতীয় বায়ুসেনার অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক কুখ্যাত জঙ্গির পাশাপাশি আজাহারের পরিবারের অন্তত 10 জনের প্রাণ অস্তাচলে গিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join