পাকিস্তানে স্ট্রাইকের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন? এর পিছনে রয়েছে মর্মান্তিক কাহিনী

Published:

operation sindoor
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গত 22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসবাদি দল ভয়াবহ হামলা ঘটায়। পর্যটকদের কাছে ধর্ম জিজ্ঞাসা করে জায়গায় গুলি করে মারা হয় তাদের। এমনকি টার্গেট ছিল শুধুমাত্র পুরুষরা। উক্ত হামলায় 26 জন নিরীহ সাধারণ পর্যটক প্রাণ হারান এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায়। যার মধ্যে 25 জন ভারতীয় এবং একজন বিদেশি।

তবে এই বর্বর হামলার জবাব দিতে ভারতের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত। সূত্রের খবর, এবার নিখুঁত ও কৌশলগত পাল্টা অভিযানে নেমে ফেলেছে ইন্ডিয়ান আর্মি। আর এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এই নামের পেছনে লুকিয়ে আছে আবেগ, নারীদের জন্য নীরব প্রতিবাদ। সমস্ত বিধবা নারীদের শ্রদ্ধা জানিয়েই এই হিংস্র প্রতিবাদ।

কেন এই অভিযানের নাম অপারেশন সিঁদুর?

আসলে যখন কোনও নারী বিধবা হয়ে যান, তখন তার কপাল থেকে চিরকালের জন্য সিঁদুর মুছে যায়। পহেলগাঁও হামলায় জঙ্গিরা 26 জন নারীর জীবনকে তছনছ করে দিয়ে তাঁদের কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছিল। তাই ভারতীয় সেনাবাহিনী এবার এই অভিযানের নাম রেখেছে অপারেশন সিঁদুর, যা প্রতিটি শহীদের স্ত্রীর চোখের জলের জবাব দেবে।

ধ্বংস হল ৯টি জঙ্গি ঘাঁটি

হামলার 15 দিনের মাথায় ভারতীয় সেনা এবং বিমান বাহিনী যৌথ প্রচেষ্টায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতর ঢুকে রাতারাতি নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সূত্রের খবর, তাঁদের প্রতিটি টার্গেটে ছিল নিখুঁতভাবে চিহ্নিত করা। আর এই অভিযানে ব্যবহার করা হয়েছিল উচ্চপ্রযুক্তির সব অস্ত্র, স্যাটেলাইট নজরদারি এবং এয়ার স্ট্রাইক কৌশল।

ভারতীয় বায়ুসেনার মহড়া

এদিকে এই অভিযানের প্রেক্ষিতে আজ অর্থাৎ 7 মে, শুরু হচ্ছে ভারতীয় বায়ু সেনার যুদ্ধকালীন মহড়া। সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় চলবে এই মহড়া। যেখানে অংশ নিচ্ছে রাফাল, সুখোই-৩০, মিরাজ-2000 এবং তেজসের মত সব আধুনিক ফাইটার জেট। এমনকি AWACS এয়ার ডিফেন্স সিস্টেম ও নজরদারি বিমানে থাকছে এই মহড়াতে। সূত্র বলছে, মোট 259টি জেলায় সিভিল সিকিউরিটি মক ড্রিল অনুষ্ঠিত হবে। আর এর লক্ষ্য একটাই – দেশের অভ্যন্তরের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা।

আরও পড়ুনঃ নিকেশ ৯০ জঙ্গি! ২৬ প্রাণের বদলা গুণে গুণে নিল ভারত, কোণঠাসা পাকিস্তান

বেসরকারি বিমান চলাচলে নিষেধাজ্ঞা

এদিকে এই মহড়ার জন্য ভারত সরকার নোটিশ জারি করেছে, যে আর এর ফলে 3:30 PM থেকে 8 মে রাত 9:30 PM পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ফ্লাইট চলাচলে নিষেধাক্কা জারি থাকবে ওই এলাকাগুলিতে। আর এই সময় আকাশে থাকবে শুধুমাত্র যুদ্ধবিমান ও নজরদারি বিমান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join