প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২৬ জনের বদলা নিতে এবার রণমূর্তি ধারণ করল ভারত। ‘অপারেশন সিঁদুর’কে (Operation Sindoor) সামনে রেখে মধ্যরাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। যদিও অনেক আগেই জানানো হয়েছিল যে পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে। আর সেটা যে এত তাড়াতাড়ি হবে তা একদমই ভাবতে পারেনি চিরশত্রু পাকিস্তান। জঙ্গিদের রীতিমত শায়েস্তা করতে একেবারে মোক্ষম দাওয়াই হয়ে উঠল অপারেশন সিঁদুর।
পাকিস্তানকে কড়া জবাব ভারতের
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যার দরুন মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ ২৬ জনের। নিরীহ, নির্দোষ, নিরস্ত্র পুরুষদের ধর্ম বেছে বেছে হত্যা করা হয়। এদিকে ওই হামলার সঙ্গে জড়িতরা পাকিস্তানের মদতপুষ্ট বলে জানিয়েছিল কেন্দ্র। সেই কারণে জঙ্গি এবং মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সিন্ধু জলচুক্তি বাতিল থেকে শুরু করে ভিসা বাতিল ইত্যাদি নানা প্রাথমিক সুবিধা বন্ধ করে দিয়েছিল ভারত। তবে প্রতিশোধের আগুনে তখনও নেভেনি। আর এই আবহেই গতকাল মধ্যরাতে এই জঘন্য, নিন্দনীয়, নৃশংস জঙ্গি হামলার জবাব দিল ভারত। বদলার অপারেশনের নাম দিল, ‘অপারেশন সিঁদুর’।
নিহতদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি!
সূত্রের খবর, মঙ্গলবার রাতেই সাফল্য পেয়েছে ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা করার লক্ষ্য নিয়েই অভিযান শুরু করে ভারতীয় সেনা। একাধিক জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার এই দাম্ভিক প্রতিবাদের জন্য অভিনন্দন এবং স্যালুট জানিয়েছেন রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতা। আর এবার এই হামলাকে পহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের প্রতি ‘ প্রকৃত শ্রদ্ধাঞ্জলি’ বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। শুধু তাই নয় ওই হামলায় নিহত একাধিক পরিবারের সদস্য জানিয়েছেন এই হামলার পরে তাঁরা বেশ আনন্দিত।
চোখ বেয়ে ঝড়ছে আনন্দের কান্না
এছাড়াও পহেলগাঁও ঘটনায় যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের মধ্যে আছেন শুভম দ্বিবেদী। বুধবার ভোর রাতেই ‘অপারেশন সিন্দুর’ অভিযানের কথা জানতে পারেন তাঁর স্ত্রী। তিনি প্রত্যাঘাতের পর স্বামীর ছবি হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ভাসালেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বলেন যে, “আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবারের তাঁর উপর আস্থা ছিল, এবং তিনি যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছেন, তাতে আমাদের সকলের আস্থাকে শ্রদ্ধা জানিয়েছেন। এটাই আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুন না কেন, তিনি আজ শান্তিতে থাকবেন।”
#WATCH | #OperationSindoor | Wife of Shubham Dwivedi who lost his life in #PahalgamTerroristAttack, says, “I want to thank PM Modi for taking revenge for my husband’s death. My entire family had trust in him, and the way he replied (to Pakistan), he has kept our trust alive. This… pic.twitter.com/SbSsFcWU1k
— ANI (@ANI) May 7, 2025
অন্যদিকে পহেলগাঁও ঘটনায় নিহত সন্তোষ জগদলের পরিবারও বেশ খুশি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে। তাঁর মেয়ে আশাভরি জগদল সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সেই দিন আমরা শোকে কেঁদেছিলাম। আর আজ আমরা আনন্দে কাঁদছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নিয়েছেন। যেভাবে অভিযানের নামকরণ করা হয়েছে, তাতে আমাদের চোখের জল থামছে না। আজকের এই সাফল্যর কথা আলাদা একটা অনুভূতি। আমাদের আনন্দের অশ্রু থামবে না।” একই কথা বলেন হামলায় নিহত কৌস্তভ গনবতের স্ত্রী সঙ্গীতা গনবত। তিনি বলেন, “আমরা এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। যে ভাবে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে তাতে দেশের সব মহিলাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়েছে।”
আরও পড়ুনঃ মোদীর হনুমান, যে মধ্যরাতে পাকিস্তানের লঙ্কায় লাগায় আগুন! কার বুদ্ধিতে অপারেশন সিঁদুর?
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |