বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল! দিল্লি স্পেশাল সেলের জালে দুই কুখ্যাত ISIS জিহাদি

Published:

Terrorist Arrest In Delhi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে আইইডি বিস্ফোরণের মরণ ফাঁদ এঁটেছিল দুই ISIS জঙ্গি (Terrorist Arrest In Delhi)। তবে শুক্রবার সকালবেলায় সেই কুখ্যাত জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই তারা ভারতে এসে নাশকতার ছক কষছিল। এমনকি দিল্লির ফিদাঁয়ে হামলার পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগেই নিকাশ হয়েছে কুখ্যাত দুই অভিযুক্ত।

দিল্লিতে আইইডি বিস্ফোরণের ছক

সূত্রের খবর, দিল্লি এবং মধ্যপ্রদেশে যৌথ অভিযানের পর এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজনকে দক্ষিণ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্যজনকে মধ্যপ্রদেশ থেকে। প্রাথমিক তদন্ত করে জানা গিয়েছে, তারা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের ছক কষেছিল। এমনকি ওই দু’জন আত্মঘাতী মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছিল আর নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইসিএসের সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। জানা যাচ্ছে, অতিরিক্ত কমিশনার প্রমোদ কুশওয়া এবং এসিপি ললিত মোহনের নেতৃত্বাধীন দল এই অভিযান পরিচালনা করেছে।

জানা গিয়েছে, তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং বোমা তৈরির সামগ্রী পাওয়া গিয়েছে। এমনকি বেশ কিছু বৈদ্যুতিন ডিভাইস উদ্ধার করা হয়েছে। আপাতত গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর তাদের সঙ্গে আরও কে জড়িত রয়েছে, কোথায় হামলার পরিকল্পনা ছিল, কোথা থেকে হামলার নির্দেশ আসছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলেই রিপোর্ট মারফৎ খবর। এছাড়া দেশে এই ধরনের অপরাধী আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মূলত দিল্লির সাদিকনগর এবং ভোপালে যৌথ অভিযানের পর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতেই অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ শেষ পর্যায়ে বাংলার SIR প্রক্রিয়া! কী কী ডকুমেন্ট লাগবে, কাদের নাম বাদ যাবে জেনে নিন

প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে, ওই অভিযুক্তদের মধ্যে একজনের নাম আদনান যিনি ভোপালের বাসিন্দা। আর একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অভিযুক্তরা আইসিএসের সঙ্গে যুক্ত ছিল, এটা নিশ্চিত। এমনকি দিল্লিতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা কষেছিল তারা। তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join