Indiahood-nabobarsho

আটারি সীমান্তে তুলকালাম! নিজের নাগরিকদের দেশে ফেরাতে অস্বীকার পাকিস্তানের

Published on:

Pakistan refuses to repatriate citizens deported from India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কত নিচে নামবে পাকিস্তান? পহেলগাঁও জঙ্গি হামলার পর সমস্ত পাকিস্তানি (Pakistan) নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো এদেশ ছেড়ে নিজের দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছেন বহু পাক নাগরিক। এমতবস্থায়, আটারি-ওয়াঘা সীমান্ত থেকে বড় খবর উঠে আসছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা যাচ্ছে, ভারত থেকে ফিরে যাওয়া নাগরিকদের গ্রহণ করতে অস্বীকার করেছে পাকিস্তান। সদ্য ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যে বৃহস্পতিবার সকাল নাগাদ পাকিস্তান তাদের রিসিভিং কাউন্টার বন্ধ করে দেয়, যার জেরে পাকিস্তানমুখী কয়েক ডজন নাগরিক সীমান্তে আটকে পড়েছেন।

পাকিস্তান বেঁকে বসায় মাথায় হাত পাক নাগরিকদের

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, বৃহস্পতিবার সকালে পাকিস্তান তাদের রিসিভিং কাউন্টার বন্ধ করে দেওয়ার পর তা আর খোলা হয়নি। যার ফলে বর্তমানে ভারত থেকে বিতাড়িত পাক নাগরিকরা সীমান্তে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে বহু মহিলা এবং শিশু রয়েছেন, যাঁদের খাদ্য ও বাসস্থান সবই এখন অনিশ্চিত! পাক সরকার আচমকা নাগরিকদের প্রত্যাখ্যান করায় আটারি-ওয়াঘা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্র।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবস্থানে অটল ভারত

22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরপরাধ ভারতীয়র মৃত্যুর পর পাকিস্তানের উদ্দেশ্যে কড়া জবাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাননীয় বলেছিলেন, সন্ত্রাসবাদের সাথে যুক্ত কাউকে রেয়াদ করা হবে না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই, কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানকে একেবারে নাজেহাল করে ফেলেছে ভারত।

সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ, পাক নাগরিকদের ভিসা বাতিল, আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা সহ পাক নাগরিকদের দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি। তবে ভারতের নির্দেশ অনুযায়ী পাকিস্তানি নাগরিকরা দেশ ছাড়লেও আচমকা নাগরিকদের দেশে ফেরাতে চাইছে না পাকিস্তান! কাজেই, পাক মন্ত্রকের এমন সিদ্ধান্তে চাপে পড়েছেন সীমান্ত দিয়ে পাকিস্তান মুখী বহু পাক নাগরিক। তবে সমস্যা তৈরি হলেও কঠোর অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়ায়নি দিল্লি।

অবশ্যই পড়ুন: আঙুলে সেলাই! যন্ত্রণা বেড়েছে রাহানের! রাজস্থানের ম্যাচে KKR-কে নেতৃত্ব দেবেন কে?

উল্লেখ্য, ভারতের তরফে পাকিস্তানিদের দেশ ছাড়ার কঠোর নির্দেশের পর সীমান্ত পথে এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 8 হাজার পাকিস্তানি নাগরিক, 55 জন কূটনৈতিক সহ বহু সহায়ক কর্মী পাকিস্তানে ফিরে গেছেন। অন্যদিকে বিগত দিনগুলিতে 1500 জন ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group