বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘর্ষ চলাকালীন সীমান্তে একাধিক ঘৃণ্য কার্যকলাপ চালিয়েছে পাকিস্তান। কাঁটাতারের ওপার থেকে চোরের মতো ভারতের নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা! তবে এসবের মাঝেই পাকিস্তানের (Pakistani Soldiers) আরও একটি ঘৃণ্য কার্যকলাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF।
জানা যায়, অপারেশন সিঁদুর চলাকালীন বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যামেরায় ধরা পড়েছে পাকিস্তানের আধা সক্রিয় মুজাহিদ ব্যাটেলিয়নের সদস্যদের। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, গোপনে ওই ব্যাটেলিয়নের সেনাদের রাজস্থান সীমান্তের পোস্টগুলিতে মোতায়েন করেছিল পাকিস্তান। এবার তাদেরই ঘৃণ্য কার্যকলাপ ধরা পড়ল ভারতীয় সেনাবাহিনীর ক্যামেরায়।
BSF-র ক্যামেরায় হাস্যকর দৃশ্য
অপারেশন সিঁদুর চলাকালীন রাজস্থান সীমান্তের পাক পোস্টগুলিতে কড়া নজর রেখেছিল ভারতীয় সেনারা। জানা যায়, এই সময়ে ওই পোস্টগুলিতে আধা সক্রিয় মুজাহিদ ব্যাটেলিয়নের কর্মীদের গতিবিধি ধরা পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যামেরায়। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি দৃশ্যে মুজাহিদ ব্যাটেলিয়নের সদস্যদের ইঁদুরের মতো পালিয়ে যেতে দেখা গিয়েছিল। মূলত ভারতীয় সেনার ভয়ে কোনও মতে পোস্টগুলি ছেড়ে প্রাণ বাঁচাতে দৌড় লাগায় ওই ব্যাটেলিয়নের সদস্যরা।
বেশ কয়েকটি সূত্র বলছে, ভারতে হামলা চালানোর উদ্দেশ্য নিয়েই সীমান্তে হাজির হয়েছিল ওই কর্মীরা। তবে পরবর্তীতে তাঁদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় BSF। ভারতীয় সেনার তরফে প্রকাশিত ভিডিওতে, মুজাহিদ ব্যাটেলিয়নের সৈন্যদের মাথায় খাট নিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছিল বলেই খবর। তাছাড়াও কিছু কর্মীকে ভারতীয় সেনাবাহিনীর ভয়ে টাওয়ারে এবং পাহাড়ে চড়তেও দেখা যায়। যা আদতেই হাসির খোরাক জুগিয়েছে অনেকেরই!

অবশ্যই পড়ুন: গোটা এলাকা হাতছাড়া! পাকিস্তানের সেনা, পুলিশকে খেদিয়ে সুরাব শহরে কবজা বালোচদের
পাকিস্তানের 118টি পোস্ট ধ্বংস করেছে ভারত!
সিঁদুর অভিযানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে পাকিস্তানের 118টিরও বেশি পোস্ট ও পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এত অল্প সময়ের মধ্যে পাকিস্তানি পোস্টগুলি ধ্বংস করা ভারতীয় সেনাবাহিনীর বিরাট অর্জন। শত্রুর পর্যবেক্ষণ কেন্দ্রগুলি ধ্বংস করে ভারতীয় সেনারা যে তাণ্ডব চালিয়েছে তার মাসুল গুনছে পাকিস্তান! এই ক্ষতি মেটাতে পাকিস্তানের এখনও কয়েক বছর সময় লাগবে!