গাড়ি নিয়ে স্টেশন চত্বরে ঢুকলেই মোটা অঙ্কের জরিমানা! নয়া নিয়ম চালু করছে রেল

Published on:

Parking fine will be issued if you wait outside this station with your car

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিনামূল্যে ঘন্টার পর ঘন্টা স্টেশনের কাছে বাইক অথবা ফোরহুইলার পার্কিং করে অপেক্ষার দিন শেষ! এবার থেকে স্টেশনে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কড়া হয় সরকার!

জানা যাচ্ছে, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের স্টেশনে ছাড়তে আসা কিংবা রিসিভ করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্টেশন চত্বরে গাড়ি পার্কিং করলে ভাল অঙ্কের জরিমানা (Parking Fine) গুনতে হতে পারে চালকদের! এবার সেই নিয়মই চালু হতে চলেছে দেশের এক নামজাদা স্টেশনে।

গাড়ি পার্কিং করলেই দিতে হবে ফাইন?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টেশন চত্বরে ঘন্টার পর ঘন্টা গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে এবার জরিমানার নিয়ম চালু করল দিল্লি প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেল, এবার থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে যাত্রীদের রিসিভ করা কিংবা ছাড়তে আসার সময় যদি কোনও ব্যক্তি 8 মিনিটের বেশি সময় স্টেশন চত্বরে গাড়ি নিয়ে অপেক্ষা করেন সেক্ষেত্রে পকেট খসতে পারে তাঁর!

হ্যাঁ, ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন ট্রাফিক নিয়ম। আর সেই নিয়ম অনুযায়ী, এবার থেকে যদি কোনও চালক স্টেশনের সামনের চত্বরে গাড়ি পার্কিং করে 8 মিনিটের বেশি অপেক্ষা করেন, সে ক্ষেত্রে তাঁকে 50 টাকা বা তার বেশি জরিমানা করা হতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 25 জুন থেকে নিউ দিল্লি স্টেশনে কার্যকর হচ্ছে এই নয়া নিয়ম। জানা গিয়েছে, বুধবার নিয়ম কার্যকরের পর যদি কোনও চালক নিউ দিল্লি স্টেশনের সামনে 8 মিনিটেরও বেশি সময় ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করেন সেক্ষেত্রে তাঁকে 50 টাকা চার্জ করা হবে। তবে অপেক্ষার সময় যদি বেশি হয়, সেই মতো টাকার অঙ্কও বাড়বে হু হু করে।

জরিমানার কাঠামো

একাধিক প্রতিবেদন খতিয়ে দেখে জানা গেল, বুধবার থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে 8 মিনিটের বেশি সময় ধরে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে 50 টাকা জরিমানা গুনতে হবে চালকদের। তবে যদি অপেক্ষার সময় 15 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে হয় সে ক্ষেত্রে গাড়ির মালিককে 200 টাকা চার্জ করা হবে। একইভাবে যদি কোনও ব্যক্তি দিল্লির ব্যস্ততম রেলওয়ে স্টেশনের সামনে 30 মিনিট গাড়ি নিয়ে অপেক্ষা করেন সেক্ষেত্রে তাঁকে 500 টাকা পর্যন্ত জরিমানা এবং গাড়িটি সিজও করা হতে পারে।

অবশ্যই পড়ুন: টানা ৩৯ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

উল্লেখ্য, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর যদি কোনও চালক ভুলবশতও নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে 30 মিনিটের বেশি সময় ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করেন সেক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥