Indiahood-nabobarsho

বাজেটে শেষে প্রায় ৫ টাকা বাড়তে পারে জ্বালানির দাম! আরও মহার্ঘ হচ্ছে পেট্রোল, ডিজেল

Published on:

filling station

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের বাড়তে চলেছে জ্বালানির দাম। এবার শুধুমাত্র পেট্রোল-ডিজেল নয়, দাম বাড়তে চলেছে লাইট ডিজেল ও কেরোসিনের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের বাড়তে চলেছে তেলের দাম?

সদ্য প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেট। বাজেটে মধ্যবিত্ত পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্র। এবার যে খবর সামনে এসেছে, তাতে সাধারণ মানুষ যে খুব একটা খুশি হবেন না, সেটা বলাই বাহুল্য। বাড়তে চলেছে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত জ্বালানির দাম। সেই সঙ্গে কেরোসিন তেলের দাম এক ধাক্কায় বাড়তে পারে অনেকটা।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সব জায়গায় নতুন দাম লাগু হতে পারে। পেট্রোলের দাম বাড়তে চলেছে ১.২৪ টাকা ও ডিজেলের দাম বাড়তে চলেছে ৪.৪৯ টাকা। ইতিমধ্যে দাম বাড়তে শুরু করেছে বলে খবর। দাম বাড়ানোর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে – ১৫ ফেব্রুয়ারি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মাথায় হাত মধ্যবিত্তের

পেট্রোল ডিজেলের পাশাপাশি লাইট ডিজেলের দামও ঊর্ধ্বমুখী হচ্ছে। লাইট পেট্রোলের দাম বাড়তে পারে লিটার প্রতি ৫.৯৩ টাকা করে। কেরোসিন তেলের দাম বৃদ্ধি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারদের জন্য বড় ধাক্কা হতে পারে। এক লাফে দাম বাড়ছেই অনেকটাই। লিটার প্রতি যার দাম বাড়ছে ৫ টাকা করে।

পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি এক সময় আলোচনার বৃদ্ধি হয়ে উঠেছিল। কোথাও কোথাও দাম ছড়িয়েছিল লিটার প্রতি ১০০ টাকা। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির ফলে সমালোচনার মুখোমুখি হয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর দাম কিছুটা কমেছিল, চাপা পড়েছিল কেন্দ্রীয় সরকার বিরোধী সমালোচনা। ফের তেলের দাম বাড়ার ফলে নতুন করে শুরু হতে পারে তরজা। সেই সঙ্গে বাড়ছে কেরোসিন তেলের দাম। মধ্যবিত্তের পকেটের ওপর বাড়তি চাপের বোঝা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group