কৃষকদের এবার দ্বিগুণ টাকা দিতে পারে কেন্দ্র সরকার, চলে এল বড় আপডেট

Published on:

pm kisan

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারত কৃষি নির্ভর দেশ। কৃষকদের ছাড়া সকলের জীবন কার্যত অচল। এই কৃষকরা একদিকে যেমন আমাদের সকলের মুখে অন্ন জোগান, ঠিক তেমনই সরকারের তরফেও কৃষকদের নানারকম সুবিধা প্রদান করা হয়। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার সরকারের তরফে কৃষকদের এক দারুণ উপহার দেওয়া হবে যেটি সম্পর্কে শুনলে খুশি হয়ে যাবেন সকলেই। আসলে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের অতিরিক্ত টাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আপনিও কি কৃষক? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

কৃষকদের জন্য দারুণ সুখবর

WhatsApp Community Join Now

সূত্রের খবর, এবার পিএম কিষাণের (Pradhan Mantri Kisan Samman Nidhi) টাকা বাড়ানোর ভাবনাচিন্তা করছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে বছরের পর বছর মাসের পর মাস ধরে পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলন করছেন। এহেন অবস্থায়, পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানো নিয়ে মোদী সরকারের অন্দরমহলে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর। এমনিতে তিন কিস্তিতে কৃষকদের বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়। এবার এই টাকার পরিমাণ আসন্ন বাজেটে বাড়াতে পারে সরকার বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

কৃষকদের ১২,০০০ টাকা দেবে সরকার?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে তাহলে কৃষকদের সরকার কত টাকা করে দেবে? জানা যাচ্ছে, অনুদানের টাকা ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করতে আপরে সরকার। এই নিয়ে ইতিমধ্যে অঙ্ক অবধি কষতে শুরু করে দিয়েছেন অর্থ মন্ত্রকের কর্মীরা বলে খবর। ২০২৪ সালের বাজেটের সময়য়েও হুজুগ উঠেছিল যে কৃষকদের টাকা বাড়ানো হবে। তবে সেই সময়ে সেই টাকা বাড়ায়নি কেন্দ্র। এবারে সরকার বড় কোনও সিদ্ধান্ত নেয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুনঃ উপকৃত হবেন ৭৮ লক্ষেরও বেশি পেনশনভোগী, বড় সুবিধা দিচ্ছে CPPS

পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোনও সমস্যা হলে কৃষকরা [email protected] ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনি পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন – 155261 বা 1800115526 (টোল ফ্রি) অথবা 011-23381092। এখানেও আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥
X