বিকেল ৫টায় GST সহ এই ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী

Published on:

PM Modi Address To Nation On 5pm Sunday

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 সেপ্টেম্বর, সোমবার থেকেই দেশজুড়ে চালু হয়ে যাচ্ছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST ব্যবস্থার নতুন কাঠামো। আর তার আগেই, আজ অর্থাৎ রবিবার বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Address To Nation)। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। কিন্তু কেন হঠাৎ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর?

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর?

স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে GST ব্যবস্থায় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতোই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামন আগেই ঘোষণা করেছেন নতুন GST কাঠামো লাগু হচ্ছে দেশে। সেই সূত্র ধরেই, আগামীকাল থেকেই দুধ, দই, পনির থেকে শুরু করে শ্যাম্পু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এমনকি ছোট গাড়ি সহ বেশ কিছু ইলেকট্রনিক্স দ্রব্য ও যন্ত্রপাতির দাম অনেকটাই কমতে চলেছে। কিন্তু তার আগে হঠাৎ কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী?

কেউ কেউ মনে করছেন, হয়তো দেশ জুড়ে নতুন GST ব্যবস্থা নিয়ে আগাম কিছু সতর্কবার্তা দিতে পারেন নরেন্দ্র মোদি। কারও দাবি, GST নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি নবরাত্রির আগে দেশবাসীর জন্য আরও কিছু শুভ ঘোষণা করতে পারেন মোদি। যদিও ঠিক কোন কারণে রবিবার বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেবেন তা নিশ্চিত নয়। সরকারের তরফেও এ বিষয়ে কোনও ঘোষণা আসেনি।

অবশ্যই পড়ুন: নেপালের পর এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে পথে পেরুর জনগণ, দেশ জুড়ে তুমুল বিক্ষোভ

শেষবারের মতো, GST ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে পণ্য ও পরিষেবা কর দুটি স্তরে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। GST কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে দেশজুড়ে 5, 12, 18 ও 28 শতাংশের GST স্ল্যবের বদলে শুধুমাত্র 5 ও 18 শতাংশের স্ল্যাব থাকবে।

অনেকেই মনে করছেন হয়তো GST নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কতটা কার্যকরী হবে, সেটা বোঝাতেই রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি। এর আগে বেশ কয়েকবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, 2016 সালের 8 নভেম্বর নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গোটা দেশে নোটবন্দির কথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি। এ বছর আবার নতুন করে কী ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী! কৌতুহল নিয়েই বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥