Indiahood-nabobarsho

ভারতের সবথেকে দ্রুততম ট্রেন করিডোরের উদ্বোধন আজ, বড় প্রাপ্তি ভারতীয় রেলের

Published on:

rapid rail

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ ফের একবার বড়সড় চমক দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার ছুটির দিন তিনি এমন এক জিনিসের উদ্বোধন করবেন যার জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। বিশেষ করে যারা নিত্য নতুন ট্রেনে উঠতে পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে একদম সোনায় সোহাগা খবর। মূলত Rapid Rail -এর আওতায় এক দারুণ করিডরের উদ্বোধন করতে চলেছেন মোদী, যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় চমক ভারতীয় রেলের

প্রায় ৪,৬০০ কোটি টাকা ব্যয়ে সাহিবাবাদ এবং নিউ অশোক নগরের মধ্যে দিল্লি-গাজিয়াবাদ-মীরাট নমো ভারত করিডোরের ১৩ কিলোমিটার অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি দিল্লি ও মীরাটের মধ্যে ভ্রমণকে বেশ সহজ করে তুলবে এবং সুরক্ষা এবং নির্ভরযোগ্যতার পাশাপাশি উচ্চ গতি এবং আরামদায়ক ভ্রমণ থেকে লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করবে। প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের জনকপুরী এবং কৃষ্ণা পার্কের মধ্যে ২.৮ কিলোমিটার দীর্ঘ রেলপথেরও উদ্বোধন করবেন।

কমবে যাত্রার সময়

দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের প্রথম বিভাগটির উদ্বোধন করা হবে। পশ্চিম দিল্লির কৃষ্ণা পার্ক, বিকাশপুরী ও জনকপুরীর একাংশ উপকৃত হবে। দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের ২৬.৫ কিলোমিটার দীর্ঘ রিঠালা-কুন্ডলি সেকশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করিডোরটি দিল্লির রিথালাকে হরিয়ানার নাথুপুরের (কুন্ডলি) সঙ্গে সংযুক্ত করবে, যা দিল্লি এবং হরিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। যারা রোহিনী, বাওয়ানা, নারেলা এবং কুন্ডলিতে থাকেন এবং এখানে চাকরি করতে আসেন তাঁদের বেশি সুবিধা হবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রবিবার উদ্বোধন হওয়া নমো ভারত ট্রেন ১৫ মিনিট অন্তর অন্তর চলছে। এই ট্রেনে দিল্লি থেকে মীরট যেতে এই ট্রেনে স্ট্যান্ডার্ড কোচে ১৫০ টাকা ভাড়া লাগবে ও প্রিমিয়াম কোচের ভাড়া ২৫০ টাকা। বলে দিই এই ট্রেন ভারতের সবথেকে গতিশীল ট্রেন হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group