Indiahood-nabobarsho

সৌদি সফর ছেড়ে ভারতে মোদী, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং! পরবর্তী পদক্ষেপ কী?

Published on:

Pahalgam Terrorist Attack

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সৌদির প্রধানমন্ত্রী তথা যুবরাজ সলমনের আমন্ত্রণেই গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালেই দু’দিনের সফরে সৌদি আরবের জেড্ডা শহরের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃতীয় বার সে দেশে সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর গোটা সফরসূচি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সমস্ত বৈঠক কাটছাঁট করে আজ দিল্লিতে ফিরে আসলেন নরেন্দ্র মোদি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশে ফিরলেন মোদি

আজ অর্থাৎ বুধবার সকালেই নরেন্দ্র মোদি দিল্লি পৌঁছে গিয়েছেন। জানা গিয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় (Pahalgam Terrorist Attack) আজ জরুরি ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা। এবং সেই অনুযায়ী আজ সকালেই দিল্লি বিমানবন্দরেই শুরু হয় সেই বৈঠক। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা। অন্যদিকে এই হামলার জেরে আমেরিকার সফরও কাটছাঁট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে ফেরার কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু কাশ্মীর পরিস্থিতি এতটাই ভয়ংকর আকার ধারণ করেছিল যে বাধ্য হয়েই দেশে ফিরতে হয়েছে তাঁকে।

বৈঠকের আয়োজন করেছিলেন অমিত শাহ

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে গতকাল, রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর সেই নৈশভোজে অংশ নেননি প্রধানমন্ত্রী। জঙ্গি হামলার খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন অমিত শাহ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ধর্ম জেনে গুলি, কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে ২৭! ‘কেউ রেহাই পাবে না…’ হুঙ্কার মোদীর

এদিকে, জঙ্গি হামলার পর আজ থমথমে গোটা ভূস্বর্গ। পুলওয়ামার পর এটাই কাশ্মীরের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। পহেলগাঁও এ এই জঙ্গি হামলায় হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে সংখ্যাটা আরও বাড়তে পারে। তবে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা ১৬। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে। জঙ্গিরা নাকি সেনার পোশাক পরে এসেছিল। ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। এই ঘটনার ভয়াবহতা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group