স্বাধীন ভারতে প্রথম! RSS এর শতবর্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Published:

PM Modi Launches Rs 100 Coin to mark 100 years of RSS
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আগেই। সেই মতোই, বুধবার RSS এর শতবর্ষ উপলক্ষ্যে 100 টাকার বিশেষ স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Launches Rs 100 Coin)। সেই সাথে, দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন দেশের চৌকিদার। মোদি বললেন, বিশেষ নকশায় তৈরি মুদ্রা ও টিকিটে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘের বিশেষ অবদান রয়েছে।

নতুন মুদ্রা প্রকাশ করে ঠিক কী জানালেন মোদি?

বুধবার, RSS এর একশো বছরপূর্তি উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে দিল্লির ডা: আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর হাত ধরে আত্মপ্রকাশ করে ডাক টিকিট এবং 100 টাকার এক বিশেষ মুদ্রা। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত 100 টাকার মুদ্রায় RSS এর অবদান কতটা সেটাই তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদি।

এদিন, প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আজ মহানবমী। নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। আগামীকাল বিজয়া দশমী উৎসব। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের বিজয় উৎসব। ঠিক যেমন ভাবে আজ থেকে 100 বছর আগে এক শুভ দিনে প্রতিষ্ঠা হয়েছিল RSS। এই ঘটনা একেবারেই কাকতালীয় নয়। এটা ছিল হাজার বছরের এক ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে, সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করতে পারছি। জাতির সেবার সংকল্পে নিবেদিত সকল সেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই।’

100 টাকার মুদ্রা বিশেষ কেন?

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বুধবার RSS এর 100 বছরপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যে 100 টাকার মুদ্রা প্রকাশিত হয়েছে সেখানে প্রথমবারের মতো ভারত মাতার ছবি খোদাই করা হয়েছে। মুদ্রাটির একপিঠে অশোক স্তম্ভ, 100 টাকা ও হিন্দি এবং ইংরেজিতে ভারত লেখা। অন্য পিঠে বাহন সিংহের সাথে হাতে ঝান্ডা নিয়ে ভারত মাতার চিত্র খোদাই করা হয়েছে। সঙ্গে রয়েছেন স্বেচ্ছাসেবকরাও। স্বাধীন ভারতের ইতিহাসে এমন কয়েন এটাই প্রথম।

অবশ্যই পড়ুন: ট্রফি চুরি কাণ্ডে দুবাইয়ে হতে পারে FIR, গ্রেফতার হবেন নকভি? ভারতের কাছে চাইলেন ক্ষমা

প্রসঙ্গত, বুধবার, RSS এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই সংঘ নিজেই অন্যদের লালন পালন করে। সাধারণ মানুষের জন্য সব রকম কাজ করে এই সংঘ। এর মধ্যে সাংহাই শাখা একটি অনুপ্রেরণামূলক জায়গা যেখান থেকে RSS এর গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হয়েছে।’ এদিন মুদ্রা উদ্বোধন করেই দেশের চৌকিদার সাফ জানিয়ে দেন, ‘ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি একটি মুদ্রায় খোদাই করা হল। ওই মুদ্রায় RSS এর “Rashtray Swaha, Idam Rashtraya, Idam Na Mama” মন্ত্রটিও লেখা রয়েছে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join