নয়া পে কমিশন লাগুর দাবিতে বড় পদক্ষেপ সরকারি কর্মীদের

Published on:

government employee

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ বছরের দু’বার মহার্ঘ ভাতা (Dearness allowance) সহ আরো অন্যান্য ভাতা বাড়িয়েও যেন শান্তি নেই কেন্দ্রীয় সরকারের। বর্তমান সময়ে ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন কেন্দ্রের কোটি কোটি সরকারি কর্মীরা। এদিকে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের নতুন করে ফের একবার মহার্ঘ ভাতা সকলের বাড়বে বলে জানা গিয়েছে। তবে এসবের মাঝে একটি জিনিস নিয়ে আলোচনা সকলের মধ্যে দীর্ঘ রয়েছে। আর সেটি হল অষ্টম বেতন পে কমিশন। ৮ বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পরেও কেন নতুন কোনও পে কমিশন গঠন হচ্ছে না সেই নিয়ে বারবার সরকারের কাছে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা। সরকার কবে পরবর্তী বেতন কমিশন আনবে এবং কর্মচারীদের বেতন কত বাড়াবে তা সবাই জানতে চায়। এবার এই মর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গেল একটি চিঠি। আর এই চিঠির খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে। এখন আপনিও ভাবছেন যে চিঠিতে কী লেখা রয়েছে? তাহলে জানতে চোখে রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চিঠি গেল প্রধানমন্ত্রীর কাছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশন গঠন এবং সময়মতো বেতন সংশোধনের দাবি জানাচ্ছেন। আর এই দাবিতে বৃহস্পতিবার কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। চিঠিতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। সবথেকে বড় কথা, ই কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এর প্রায় ৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডাক, আয়কর, এজি, অডিট বিভাগ, জরিপ বিভাগ, আদমশুমারি, জিএসআই, সিপিডব্লিউডি, সিজিএইচএসের মতো বিভিন্ন বিভাগে কাজ করেন এবং ১৩০টিরও বেশি অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন এর অনুমোদিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স জানিয়েছে, ‘কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন শেষ সংশোধিত হয়েছে।২০১৬ সালের ১ জানুয়ারি, ২০২৪ সালের ৭ জুলাই পর্যন্ত, DA এনটাইটেলমেন্টের শতাংশ ৫৩ ছাড়িয়ে গেছে। করোনা মহামারী পরিস্থিতির পরে, উত্পাদন শিল্প, নির্মাণ, স্বাস্থ্য, পরিষেবা খাত ইত্যাদি সহ প্রয়োজনীয় পণ্য এবং অপ্রয়োজনীয় পণ্যগুলির দাম বহুগুণ বেড়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আমাদের দেশের সেরা প্রতিভাদের আকর্ষণ করার জন্য যথেষ্ট দৃঢ় হওয়া উচিত, এটি প্রতি পাঁচ বছরে সংশোধন করা উচিত। সেরা মেধাবী কর্মীরা সুষ্ঠু নেতৃত্ব ও সুশাসন প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চিঠিতে আরও বলা হয়েছে, “সরকারের কাছে কনফেডারেশন অনুরোধ করছে যে উচ্চ মুদ্রাস্ফীতির মাত্রা এবং অর্থের মূল্যের অবমূল্যায়নের কারণে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের সময় এসেছে, যাতে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা একটি সুন্দর জীবনযাপন করতে পারেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ও নীতিগুলি বাস্তবায়নের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।”

অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের অবস্থান

২০২৪ সালের ৩ ডিসেম্বর লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, বর্তমানে অষ্টম বেতন কমিশন আনার কোনও প্রস্তাব সরকারের নেই। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করা হচ্ছে এবং পরবর্তী বেতন কমিশন গঠনের জন্য এখনও পর্যন্ত কোনও পরিকল্পনা করা হয়নি। সরকারের এই বক্তব্য সমস্ত খবর এবং জল্পনার অবসান ঘটিয়েছে যেখানে দাবি করা হচ্ছিল যে শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group