পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের নিরাপত্তার জন্য বর্ডারের প্রতিটা কোণায় রয়েছে বিএসফ। তবুও প্রায় দিনই শোনা যায় জম্মু কাশ্মীর এলাকায় বারে বারে আক্রমণ চালায় পাকিস্তান। ওদিকে চীনের অনুপ্রবেশের চেষ্টা তো চলছেই। তবে এবার আর চিন্তা নেই, খবর পেলেই আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতেই পারবে ভারতীয় সেনাবাহিনী। এর জন্য ২৫,০০০ কোটি টাকা খরচে তৈরি হবে ১৯টি টানেল।
২৫,০০০ কোটি টাকা খরচে তৈরী হচ্ছে টানেল
যেমনটা জানা হচ্ছে জম্মু কাশ্মীরে মোট ১৯টি টানেল তৈরী হবে। যার মধ্যে ২৬৮০ টাকা খরচে ৬.৫ কিমি দৈর্ঘ্যের Z-Morh Tunnel তৈরী কাজ প্রায় শেষের পথে। এটি শ্রীনগর ও সোনামার্গের রাস্তায় তৈরী হচ্ছে। একবার তৈরী হয়ে গেলে সারাবছর কাশ্মীর ও লাদাখের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। আসন্ন ১৩ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধন করবেন।
জানুয়ারিতেই উদ্বোধন হবে Z-Morh Tunnel টানেলের
দুই লেনের এই টানেলটি তৈরী হচ্ছে থাজিয়াস হিমবাহের নিচে, গঙ্গাগীর ও সোনামার্গের মাঝে। এই টানেলটি দুটিভাগে বিভক্ত যার মধ্যে একটি ১০.৮ মিটারের মেন টানেল টানেল রয়েছে এছাড়াও ৭.৫ মিটারের একটি অশ্বক্ষুরাকৃতি টানেল রয়েছে। এছাড়া ভেন্টিলেশনের জন্য একটি ৮.৩ মিটার লম্বা D এর আকারের ভেন্টিলেশন টানেল তৈরী করা হয়েছে।
আরও পড়ুনঃ এক হাজার অতীত, লক্ষীর ভান্ডারে মিলবে ৩০০০ টাকা! হল বড় ঘোষণা
এই টানেলটিতে অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে বলে জানা হচ্ছে। ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম লাগানো থাকছে যেটা ট্রাফিক কন্ট্রোল ও আরও মসৃণ পরিষেবা সুনিশ্চিত করতে সাহায্য করবে। সারাবছরই এই টানেল খোলা রাখা হবে। ফলে পর্যটকদের সোনামার্গ যেতেও অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে শ্রীনগর ও কার্গিল যাওয়ার ক্ষেত্রেও অনেকটা সময় বাঁচবে।
প্রসঙ্গত, টানেল তৈরির সময় প্রচুর পরিমাণে পাথর ও টুকরো ধ্বংসাবশেষ বেরিয়েছে। সেগুলিকেও রাস্তার ধারের উন্নয়ন থেকে এলাকার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।