প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে সৌদি আরবের সফরে কাটছাঁট করে গতকাল অর্থাৎ বুধবার সকালে দেশে ফিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকাল থেকেই একের পর এক বৈঠক করেছিলেন তিনি। অন্যদিকে এদিন সন্ধেয় প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। এই জঙ্গি হামলার দ্রুত জবাব দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। এবং প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ আরও অনেকে। ইতিমধ্যেই পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করে দেওয়ার পাশাপাশি স্থগিত রাখা হচ্ছে সিন্ধু জলচুক্তিও।
বিহারে নরেন্দ্র মোদি
কাশ্মীরে জঙ্গি হামলায় রীতিমত ক্ষোভের সঞ্চার যেন বাড়ছে দেশ জুড়ে। পর্যটকদের ওপর এ হেন হামলায় তীব্র প্রতিবাদের ডাক দিচ্ছে প্রতিটি মানুষ। আর এবার তাঁদের আবেদনের সম্মতি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আজ বিহারের মধুবনীতে আয়োজন করা হয়েছিল এক সরকারি অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। বক্তব্যের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতজোড় করে নীরবতা পালন করেন মোদী। এরপর নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মোদী। বললেন, জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার থেকেও বড় সাজা দেওয়ার জন্য প্রস্তুত ভারত।
পহেলগাঁও কাণ্ড নিয়ে মুখ খুললেন মোদী
এছাড়াও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে বলেন, জঙ্গিদের এই পাশবিক হামলা আসলে ভারতের আত্মার উপর হামলা। তাঁর মতে, “হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। আর তার ফলস্বরূপ এবার ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও বাইরে।” এদিন মোদি বলেন, “ আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে ঠিক খুঁজে বার করবে এবং তাদের চিহ্নিত করবে ও শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।”
140 करोड़ भारतीयों की इच्छाशक्ति अब आतंक के आकाओं की कमर तोड़कर रहेगी: PM pic.twitter.com/kKlxlazkAU
— PMO India (@PMOIndia) April 24, 2025
নিহতদের পরিবারের পাশে নরেন্দ্র মোদি
বিহারের এই অনুষ্ঠানে এদিন নরেন্দ্র মোদী পর্যটকদের এই মিরমোন হত্যা মামলার প্রতি শোক জ্ঞাপন করে বলেন, “কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাঁদের চিকিৎসা চলছে, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। সরকার সব রকম চেষ্টা করছে।” একই সঙ্গে মোদী বলেন, “এই জঙ্গি হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাঁদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ কেউ ছিলেন মরাঠি, আবার কেউ বা এই বিহারের সন্তান, আজ তাঁদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী গোটা দেশ শোকগ্রস্ত। ন্যায়বিচারের জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ।”
আরও পড়ুনঃ দুই জঙ্গিকে ধরেও ফেলেছিলেন বিনয়, কীভাবে মৃত্যু হল নেভি অফিসারের? প্রকাশ্যে এল সত্য
অন্যদিকে গতকালের বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, “কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলায় ভারত কড়া পদক্ষেপ করবে। বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলি আমরা। তাই কাউকে ছেড়ে কথা বলা হবে না। শুধু হামলাকারী নয়, এর সঙ্গে যুক্ত সকলকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে।” একই মতামত প্রেরণ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |