শ্বেতা মিত্র, কলকাতা: আপনার কী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যাঙ্কের পক্ষ থেকে নেওয়া হবে বড় পদক্ষেপ। বন্ধ করে দেওয়া হবে বেশ কিছু অ্যাকাউন্ট। তার আগে, গ্রাহকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে দেশের অন্যতম বৃহৎ এই বেসরকারি ব্যাঙ্ক।
PNB-তে অ্যাকাউন্ট আছে?
গ্রাহকদের গচ্ছিত অর্থের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেই লক্ষ্যে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কাদের অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে পিএনবি?
আসলে ব্যাঙ্কে এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো বিগত ৩ বছর ধরে ব্যবহার করা হচ্ছে না। আগামী ২৬ মার্চের মধ্যে এই অ্যাকাউন্টগুলো সক্রিয় করা না হলে, ব্যাঙ্ক সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
গ্রাহকদের বিশেষ সতর্ক বার্তা ব্যাঙ্কের
এমনিতে যাতে গ্রাহকদের কোনো সমস্যা না হয় সেটার জন্য সময়ে সময়ে বার্তা দিয়েই থাকে ব্যাঙ্কটি। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। বিগত ৩ বছর ধরে নিষ্ক্রিয় থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট আবার সক্রিয় করার জন্য গ্রাহকদেরকে আপডেট করাতে হবে। নিকটস্থ শাখায় গিয়ে, কিংবা অনলাইন মাধ্যমে এই কাজ করা যেতে পরে।
কেওয়াইসি করানোর জন্য খাতকের পরিচয় পত্র, আধার কার্ড, প্যান কার্ড, ছবি সহ একাধিক বৈধ নথি দরকার পড়তে পারে। আগামী ২৬ মার্চের মধ্যে কেওয়াইসি সম্পন্ন না করলে ৩ বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একেবারে বন্ধ করে দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |