বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জ্বালানির ধরন বোঝাতে গাড়িতে বিশেষ স্টিকার না থাকলে এবার থেকে মোটা টাকা জরিমানা করবে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোটর ভেহিক্যাল অ্যাক্ট (Motor Vehicles Rules) অনুসারে, গাড়ির উইন্ডশিল্ডে জ্বালানি স্টিকার লাগানো বাধ্যতামূলক! সম্প্রতি দেশের বিভিন্ন শহরে কার্যকর হচ্ছে এই নিয়ম।
কোডেড কালারিং স্টিকার না থাকলেই ফাইন
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিল্লির পরিবহন বিভাগ সম্প্রতি ট্রাফিক নিয়মের বিষয়ে আরও কড়া হয়েছে। জানা যাচ্ছে, এবার থেকে গাড়ির উইনশিল্ডে রঙিন জ্বালানি স্টিকার অর্থাৎ পেট্রোল, ডিজেল, CNG অথবা অন্যান্য স্টিকার না লাগানো থাকলে কমপক্ষে 5 হাজার টাকা জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ।
জানা গিয়েছে, চালকরা যদি গাড়িতে HSRP নম্বর প্লেটের পাশাপাশি জ্বালানি স্টিকার ছাড়া ড্রাইভিং করেন সেক্ষেত্রে ভারতীয় মোটর ভেহিক্যাল আইনের 192 (1) ধারা অনুযায়ী, কমপক্ষে 5 হাজার টাকার চালান কাটবে পুলিশ। জানিয়ে রাখি, 2020 সালে প্রথমবারের জন্য দিল্লি সরকার একটি বিশেষ অভিযান শুরু করে, এবার সেই অভিযানের আওতায় HSRP নম্বর প্লেট ও জ্বালানি স্টিকার বিহীন গাড়ির ওপর 5 হাজার টাকা বা তার বেশি অঙ্কের ফাইন বসানো হতে পারে।
কোডেড জ্বালানি স্টিকার আসলে কী?
জ্বালানি স্টিকার গুলি বিভিন্ন রঙের হতে পারে। এটি মূলত নির্ধারণ করে গাড়ির জ্বালানির ধরন অর্থাৎ ফোর হুইলার বা টু হুইলারটি পেট্রোল, ডিজেল নাকি CNG চালিত। বলা বাহুল্য, ডিজেল চালিত গাড়ি গুলিকে কমলা রঙের স্টিকার দেওয়া হয়। অন্যদিকে পেট্রোল ও CNG চালিত গাড়ি গুলির জন্য নীল রঙের স্টিকার এবং অন্যান্য জ্বালানির গাড়ি গুলির ক্ষেত্রে ধূসর রঙের স্টিকার ব্যবহার করার নিয়ম রয়েছে।
অবশ্যই পড়ুন: ক্রিকেট খেলে ভুলই করেছি! বিপদে ভারতের প্রাক্তন অধিনায়ক আজহার, BCCI-র কাছে আর্তি
কীভাবে জরিমানা থেকে বাঁচা যাবে?
গাড়ির উইন্ডশিল্ডে রঙিন জ্বালানি স্টিকার না থাকলে, সে ক্ষেত্রে ভারতীয় মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী 5 হাজার টাকা জরিমানা করে সরকার। তবে এই জরিমানা থেকে বাঁচার উপায় রয়েছে। সে ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই স্টিকার বুক করতে হবে। খোলসা করে বলতে গেলে bookmyhsrp.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের গাড়ির জ্বালানির ধরন অনুযায়ী নির্দিষ্ট রঙের স্টিকারটি বুক করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।