বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের নতুন প্রধান বিচারপতি পাচ্ছে ভারত। বি আর গাভাই জামানা শেষ হচ্ছে শীঘ্রই, সেই আবহে দেশের 53তম প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারক সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতির কাছে তাঁর নাম সুপারিশ করেছিলেন খোদ শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি। এবার সেই সুপারিশেই সবুজ সংকেত দিয়ে দিলেন দ্রৌপদি মুর্মু।
কবে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ সূর্য কান্তর?
নিয়ম মতো, বর্তমান প্রধান বিচারপতির সুপারিশে অনুমতি দিয়ে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি। তিনিই সূর্যকান্তকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বলে রাখি, আগামী 23 নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে শেষ দিন গাবাইয়ের। তাঁর অবসর গ্রহণের পরের দিন অর্থাৎ 24 তারিখ সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সূর্য কান্ত।
বলাই বাহুল্য, সূর্য কান্ত যে আগামী 24 নভেম্বর দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন, সেই খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেন, ‘ভারতীয় সংবিধানের ক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী 24 নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তকে নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’
বিচারপতি সূর্য কান্তের দীর্ঘ কর্মজীবন
দেশের হবু প্রধান বিচারপতি সূর্য কান্তের বিচারক জীবন বেশ সুদীর্ঘ। এক কথায়, পোড় খাওয়া এই বিচারপতি নিজের কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন। অনেকেই হয়তো জানেন, সূর্য কান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলির মধ্যে রয়েছে 370 ধারা বাতিলের রায়টিও। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ভারতীয় নেতাকর্মীদের ফোনে আড়ি পাতার জন্য ব্যবহৃত পেগাসাস সফটওয়্যার মামলার রায়ও দিয়েছিলেন তিনিই। এছাড়াও, সূর্য কান্তের এজলাস থেকেই বাতিল হয় রাষ্ট্রদ্রোহ আইন। একই সাথে রাষ্ট্র বিচার বিভাগীয় তদন্তকে এড়াতে জাতীয় নিরাপত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায় না, এই রায়েও বড় ভূমিকা ছিল সূর্য কান্তের। সব মিলিয়ে বলা যায়, নিজের কেরিয়ারে নিরপেক্ষতার সাথে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দান করেছেন তিনি।
In exercise of the powers conferred by the Constitution of India, the President is pleased to appoint Shri Justice Surya Kant, Judge of the Supreme Court of India as the Chief Justice of India with effect from 24th November, 2025.
I convey my heartiest congratulations and best… pic.twitter.com/3X0XFd1Uc9
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) October 30, 2025
অবশ্যই পড়ুন: আয়কর রিটার্ন দাখিলের ডেডলাইন বাড়ল সরকার
কতদিন প্রধান বিচারপতির পদে থাকবেন সূর্য কান্ত?
অবসর গ্রহণের আগেই নিয়ম মেনে নিজের উত্তরসূরী হিসেবে সূর্য কান্তের নাম প্রস্তাব করতে আইনমন্ত্রককে চিঠি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি গাভাই। তারপরই একের পর এক ধাপ পেরিয়ে অবশেষে আসন্ন নভেম্বরে দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত। আপাতত যা খবর, সব ঠিকঠাক থাকলে আগামী 1 বছর 2 মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকবেন 63 বছর বয়সি প্রবীণ সূর্য কান্ত।












