বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই সুখবর পাবে আমজনতা। 12 শতাংশের GST স্ল্যাব কমিয়ে 5 শতাংশে নিয়ে আসা হবে! যার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমবে। সম্প্রতি এমন আশাই দেখতে শুরু করেছিলেন দেশের সাধারণ মানুষ। অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণের সুস্পষ্ট ইঙ্গিতের পরই 12 শতাংশের স্ল্যাব 5 শতাংশে কমিয়ে আনার সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে এরই মাঝে এবার ধাক্কা খেলো সেই আশা!
রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় সরকার নাকি সংসদে স্পষ্ট করে দিয়েছে যে, এখনই 12 শতাংশের GST স্ল্যাব শেষ হচ্ছে না। এর অর্থ, দুধ, দই থেকে শুরু করে পনিরের মতো দুগ্ধজাত পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনই কমার কোনও সম্ভবনা নেই!
GST dues cleared for all states — except 2. No GST rate cut planned yet. Here’s what the latest reply in Parliament reveals:
Arunachal & Manipur await final dues (pending AG audit)
Compensation cess officially ended after June 2022
GoM to recommend a new post-compensation… pic.twitter.com/3wmR1tYcCF
— efiletax (@efile_tax) July 23, 2025
রিপোর্ট বলছে, সরকার নাকি সংসদে স্পষ্ট বলেছে, 12 শতাংশের GST স্ল্যাব কমিয়ে আনার মতো কোনও প্রস্তাব আপাতত নেই। অর্থ মন্ত্রণালয় জিওএম থেকে এমন কোনও তথ্য এখনও পায়নি!
কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্য
রিপোর্ট অনুযায়ী, সংসদে নাকি কেন্দ্রীয় সরকার স্পষ্ট ভাবে জানিয়েছে, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST-এর হার তাৎক্ষণিকভাবে কমানোর কোনও প্রস্তাব নেই। গত 21 জুলাই, সোমবার লোকসভার এক অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী গোটা বিষয়টি স্পষ্ট করে দেন।
এদিন এলাহাবাদ আসনের সাংসদ উজ্জ্বল রমন সিংয়ের প্রশ্নের উত্তরে চৌধুরী জানান, GST-এর হারে কোনও পরিবর্তনের ক্ষেত্রে কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তবে আপাতত 12 শতাংশের স্ল্যাব কমিয়ে আনার কোনও সুস্পষ্ট প্রস্তাব মেলেনি।
অবশ্যই পড়ুন: রাস্তার ধারে ছোট্ট দোকান! সবজি বিক্রেতাকে ২৯ লাখের GST নোটিস ধরাল কর্তৃপক্ষ
এখনও প্রতিবেদন জমা দেয়নি GOM
মূলত লিখিতভাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ বলেন, GST-এর হার নির্ধারণ করা হয় কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে। তবে 2021 সালের 17 সেপ্টেম্বর, GST কাউন্সিলের 45তম বৈঠকে GST হার যৌক্তিক করার বিষয়ে বিবেচনা করার জন্য একটি মন্ত্রীগোষ্ঠী বা GOM গঠন করা হয়েছিল। তবে আপাতত GOM-র তরফে এই সংক্রান্ত কোনও প্রতিবেদন জমা করা হয়নি। কাজেই, প্রতিবেদন যেহেতু জমা পড়েনি তাই GST হার কতটা কমানো যাবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কাজেই স্বাভাবিকভাবে এখনই কমছে না দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রির দাম!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |