সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় (Pahalgam Attack) ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারায়। আর এই হামলার পর গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন রাজনৈতিক মহলেরও হাওয়া গরম। এখন সবাই একত্রে পাকিস্তানের জঙ্গি নির্মূলের জন্য উঠেপড়ে লেগেছে। আর এই হামলার পরে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপও জারি করে ফেলেছে, যা দুই দেশের সম্পর্ককে আরো উত্তপ্ত করছে।
আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বাণিজ্য এবং অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, বিশেষ করে পাকিস্তান থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ আমরা জানব, পহেলগাঁও হামলার পর বাণিজ্য বন্ধ হওয়ার কারণে কোন কোন পণ্যের দামে সরাসরি প্রভাব পড়তে পারে এবং এর প্রভাব ভারতীয় বাজারে কীভাবে আসতে পারে।
ভারত সরকারের কড়া পদক্ষেপ
পহেলগাঁও হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত সিন্ধু জলবন্টন চুক্তি এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের ভিসাও বন্ধ করা হয়েছে এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাকিস্তানও মুখে কুলুপ এঁটে থাকেনি। তারাও পাল্টা আঘাত হেনেছে। পাকিস্তান জানিয়েছে যে, ভারত-পাক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হবে এবং শিমলা চুক্তিও বাতিলের হুমকি দেওয়া হয়েছে।
বাড়তে পারে পণ্যের দাম
পাকিস্তান থেকে ভারতে বহু গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করা হয়। আর এই দুই দেশের বাণিজ্য বন্ধ হওয়ার ফলে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে তা হল-
শুকনো ফল
ভারতে ব্যবহৃত খেজুরের বেশিরভাগ অংশই আসে পাকিস্তান থেকে। হ্যাঁ, পাকিস্তান থেকে আমদানি বন্ধ হওয়ার পরে এই শুকনো ফলের দাম আকাশ ছুঁতে পারে। খেজুর দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় খাদ্য। আর এই আবহে খেজুরের মূল্যবৃদ্ধি ঘটতে পারে।
সন্ধক লবন
সুত্রের খবর, ভারতে ব্যবহৃত সন্ধক লবনের বেশিরভাগটাই আসে পাকিস্তান থেকে। আর পাকিস্তান থেকে এই লবণ সরবরাহ বন্ধ হলে দেশের বাজারে মানুষকে অপ্রত্যাশিত দরে সন্ধক লবণ কিনতে হবে।
চশমার লেন্স
ভারতের বাজারে পাওয়া নামিদামি চশমার লেন্সের বেশিরভাগটাই আসে পাকিস্তান থেকে। আর দাম বৃদ্ধির ফলে দেশে চশমা ব্যবহারকারীদের উপর বিরাট প্রভাব পড়বে, বিশেষ করে যারা সাধারন পরিবারের সদস্য।
অন্যান্য পণ্য
ফল, লবণ, লেন্স তো হলো। এবার আসি অন্যান্য পণ্যের কথায়। পাকিস্তান থেকে আমদানি করা মুলতানি মাটি, তুলা, ইস্পাত, চামড়ার পণ্য ইত্যাদিরও দাম বাড়তে পারে। আর এই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির ফলে ভারতীয় উৎপাদন খাতে বিরাট প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ ভুলেও ট্রেনে এই ফল নিয়ে উঠবেন না! মোটা অঙ্কের জরিমানা দিতে হবে
ভবিষ্যৎ সম্ভাবনা
যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক সাপে নেউলে, তাই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রায় বন্ধ। আর এই পরিস্থিতিতে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে যে সমস্ত পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হয়, তার দাম হু হু করে বেড়ে যেতে পারে। এখন দেখার ভবিষ্যতে পরিস্থিতি কোনদিকে গড়ায়।